TRENDS
Advertisement

Honda CB 300F নাকি Honda CB 200X, কোন বাইকটি নেবেন আপনি? দেখে নিন বাইক দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে

পুজোর মরশুমে ব্যপক ছাড় হোন্ডার, কিন্তু CB 300F এবং CB 200X এর মধ্যে কে এগিয়ে দেখে নিন

Published By: Ritwik | Published On:

সামনেই পুজোর মরশুম। আর এসময় বাজার ধরতে একাধিক নতুন বাইক যেমন এসেছে তেমনই বিভিন্ন কোম্পানি তাদের বাইকে বিরাট ছাড়ের ঘোষণা করেছে। কিছুদিন আগেই Honda তাদের নতুন CB 200X এবং CB300F লঞ্চ করে। পুজোর আগে বড় ছাড় রয়েছে দুটি বাইকেই। দাম এবং ফিচারস সহ তুলনা দেখে নিন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda CB300F Honda CB 300F নাকি Honda CB 200X, কোন বাইকটি নেবেন আপনি? দেখে নিন বাইক দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে
স্লিপার ক্লাচ, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS), অল-এলইডি লাইটিং সিস্টেম ছাড়াও, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, টুইন ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো তথ্য দেখার জন্য একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে 5-step adjustable মনোশক সাসপেনশন রয়েছে।

293 সিসির অয়েল-কুলড, 4-স্ট্রোক, ওয়া-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 24 hp শক্তি এবং 25.6Nm পিক টর্ক জেনারেট করে। 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে সেটি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ইঞ্জিনটি। ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং Honda Selectable Torque Control (HSTC) সহ ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে CB 300F বাইকে। বর্তমানে এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে 1.70 লক্ষ টাকা।Honda CB 300F নাকি Honda CB 200X, কোন বাইকটি নেবেন আপনি? দেখে নিন বাইক দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে

Honda CB200X
মাউন্টেড LED টার্ন ইন্ডিকেটর, LED হেডলাইট এবং টেল লাইট সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকে। ডুয়াল ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এর সাথে আসে CB 200X। তবে এই বাইকে স্মার্ট ফিচারস থাকছেনা কারণ এখানে ব্লুটুথ কানেকশন পাওয়া যায়না।

Honda CB 300F নাকি Honda CB 200X, কোন বাইকটি নেবেন আপনি? দেখে নিন বাইক দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে

Honda CB 200X এ Hornet 2.0 তে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনই পাওয়া যায়। 184 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 17 hp শক্তি এবং 15.9 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্স সহ 45 kmpl মাইলেজও পাবেন। এই মুহুর্তে Honda CB 200X এর দাম পড়বে 1.46 লক্ষ টাকা।

About Author