TRENDS
Advertisement

পুজোর মরশুমে নতুন স্কুটি নিয়ে এল Honda, অ্যাক্টিভা লিমিটেড এডিশন নিয়ে যান মাত্র এই দামে

পূজায় নিয়ে যান নতুন স্কুটার, লিমিটেড এডিশন Activa লঞ্চ হল পূজার আগেই

Published By: Ritwik | Published On:

ভারতের বেস্ট সেলিং স্কুটারের তালিকায় শীর্ষে রয়েছে Honda Activa। গাড়িটির শক্তিশালী মাইলেজ এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ ভারতীয়দের বেশ পছন্দের। আজ বহুদিন ধরেই গাড়িটি বাজারে বিক্রি করছে Honda Motors। আপাতত সেটির ষষ্ঠ জেনারেশন চলছে।সম্প্রতি স্কুটারটির নতুন জেনারেশন নিয়ে এসেছে হোন্ডা। পুজোর মরশুমে নতুন স্কুটি নিয়ে এল Honda, অ্যাক্টিভা লিমিটেড এডিশন নিয়ে যান মাত্র এই দামে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Activa স্কুটারেরই লিমিটেড এডিশন নিয়ে এল হোন্ডা। লিমিটেড এডিশনে সেভাবে অন্য কিছু পরিবর্তন করা হয়নি, সেখানে মূলত গ্রাফিক্স পরিবর্তন করা হয়েছে। স্কুটারের দু-দিকেই পাবেন 3D Activa লোগো। Deluxe এবং H-Smart এই দুই ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে।

ফিচারস: Honda Activa 6G স্কুটারে স্মার্ট কী, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার পাওয়া যাচ্ছে। আমরা 110 সিসির ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির বিষয়ে বলছি। নতুন Activa তে H-Smart ফিচারস সহ টিউবলেস টায়ার রয়েছে। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত এই গাড়িতে।

ইঞ্জিন এবং মাইলেজ: Honda Activa 6G H-Smart ভেরিয়েন্টে একটি 109.51 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন মোট 7.73 hp শক্তি এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি থেকে মোট 50 kmpl এর মাইলেজ পাওয়া যায়।পুজোর মরশুমে নতুন স্কুটি নিয়ে এল Honda, অ্যাক্টিভা লিমিটেড এডিশন নিয়ে যান মাত্র এই দামে

হোন্ডা অ্যাক্টিভা লিমিটেড এডিশনের দাম: বাজারে H-Smart সহ Honda Activa 6G এর নতুন ভেরিয়েন্ট সামনে এসেছে। Deluxe এবং H-Smart স্কুটার দুটির এক্স শোরুম দাম রয়েছে 80,734 টাকা এবং 82,734 টাকা।

About Author