TRENDS
Advertisement

Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

বাজারে যে কয়টি নির্ভরযোগ্য স্কুটার রয়েছে তাদের মধ্যে Honda Activa এবং TVS Jupiter অন্যতম। দুই স্কুটারেই রয়েছে নানান অত্যাধুনিক ফিচারস। কিছুকাল আগে Honda তাদের নতুন Activa 6G লঞ্চ করেছে। লেটেস্ট…

Published By: Ritwik | Published On:

বাজারে যে কয়টি নির্ভরযোগ্য স্কুটার রয়েছে তাদের মধ্যে Honda Activa এবং TVS Jupiter অন্যতম। দুই স্কুটারেই রয়েছে নানান অত্যাধুনিক ফিচারস। কিছুকাল আগে Honda তাদের নতুন Activa 6G লঞ্চ করেছে। লেটেস্ট ভার্সন রয়েছে H-Smart প্রযুক্তি। অন্যদিকে TVS সম্প্রতি তাদের Jupiter এর SmartXonnect এডিশন লঞ্চ করেছে। তাহলে কোন স্কুটার নেবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক।Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন এবং পাওয়ারট্রেন

Honda Activa: Activa তে থাকছে 109 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ 7.73hp শক্তি উৎপন্ন করে। সাথে 60 কিমি মাইলেজ দেয়।
TVS Jupiter: 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে Jupiter এ। ইঞ্জিনটি মোট 8.04hp শক্তি এবং 62 কিমি মাইলেজ দেয়।

Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

ফিচার্স

Honda Activa: হোন্ডার স্কুটারে analog console। ব্লুটুথ কানেকটিভিটির মতো ফিচারসের অভাব রয়েছে এখানে। সিটের তলায় 18 লিটারের বুট স্পেস পাওয়া যায়। Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

TVS Jupiter: TFT স্ক্রিন সহ স্মার্টফোন কানেকশনের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। সেখানেই সমস্ত আপডেট থাকবে। এছাড়া সিটের তলায় 32 লিটারের আন্ডার সিট স্টোরেজও পাবেন।

দাম

Honda Activa: Activa 6G লিমিটেড এডিশনের দাম ডিলাক্স ভেরিয়েন্টের দাম 80,734 টাকা এবং H-Smart ভেরিয়েন্টের দাম 82,734 টাকা। Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি
TVS Jupiter: Jupiter এর SmartXonnect এর দাম পড়বে 96,855 টাকা। উল্লেখ্য যে, আগের মডেলের তুলনায় এবার 6,200 টাকা দাম বেড়েছে।

About Author