TRENDS
Advertisement

ইলেকট্রিক বাইককেও টক্কর দিতে সক্ষম Hero-র এই বাইক, মাত্র 60 হাজারের বাজেটে পেয়ে যাচ্ছেন 80 কিমির মাইলেজ!

ভারতীয় বাজারে কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের চাহিদা বরাবরই বেশি। দামেও সস্তা আর মানেও ভালো। আর এরকমই একটি সস্তার বাইক হল Hero HF Deluxe। আর তাই বিক্রির নিরিখে সংস্থার বেস্ট…

Published By: Ritwik | Published On:

ভারতীয় বাজারে কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের চাহিদা বরাবরই বেশি। দামেও সস্তা আর মানেও ভালো। আর এরকমই একটি সস্তার বাইক হল Hero HF Deluxe। আর তাই বিক্রির নিরিখে সংস্থার বেস্ট সেলিং বাইকের তালিকাতে জায়গা করে নিয়েছে Deluxe। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের প্রয়োজনে সর্বদা হাজির হিরোর এই বাইক। ইলেকট্রিক বাইককেও টক্কর দিতে সক্ষম Hero-র এই বাইক, মাত্র 60 হাজারের বাজেটে পেয়ে যাচ্ছেন 80 কিমির মাইলেজ!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

লো এবং মিড রেঞ্জের বাইকের ক্ষেত্রে হিরো মোটোকর্পের জুড়ি নেই। এক লাখের বাজেটে সেরা বাইক প্রমাণিত হয়েছে HF Deluxe। কমিউটার বাইকটির লেটেস্ট ভার্সনে হিরো ইঞ্জিন আপডেট করার সাথে সাথে বেশ কিছুই নতুন ফিচার অ্যাড করেছে যা বাইকটিকে অতুলনীয় করে তুলেছে। বাজারে মোট দুইটি ভ্যারিয়েন্টে সেটি লঞ্চ করেছে হিরো।

Hero HF Deluxe ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় গাড়ি। Hero Motocorp এর Splendor Plus এর পর দ্বিতীয় সেরা বিক্রি হওয়া মডেল HF Deluxe। 2023 HF Deluxe গাড়িতে নতুন স্ট্রাইপযুক্ত পোর্টফোলিও রয়েছে। নতুন স্পোর্টি গ্রাফিক্স বাইকটির ডিজাইনকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে USB চার্জিং ইত্যাদি ফিচার। ইলেকট্রিক বাইককেও টক্কর দিতে সক্ষম Hero-র এই বাইক, মাত্র 60 হাজারের বাজেটে পেয়ে যাচ্ছেন 80 কিমির মাইলেজ!

ইঞ্জিন এবং ব্রেক : HF Deluxe গাড়িতে 97.2 সিসির একটি এয়ার-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। সেটি মোট 8.02 PS শক্তি এবং 8.05 Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে গাড়িটির ইঞ্জিন। টিউবলেস টায়ার সহ সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ রয়েছে আর উভয় চাকায় 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ইলেকট্রিক বাইককেও টক্কর দিতে সক্ষম Hero-র এই বাইক, মাত্র 60 হাজারের বাজেটে পেয়ে যাচ্ছেন 80 কিমির মাইলেজ!

দাম : বাইকটির এক্স-শোরুম দাম রয়েছে 60,760 টাকা।সেলফ-স্টার্ট মডেলের এক্স শোরুম দাম 66,408 টাকা

About Author