Read In
Whatsapp
Bike News

Hero Xtreme 125R : 125 সিসি সেগমেন্টে বাজারে ধামাল মাচাবে হিরোর নতুন বাইক, লঞ্চের তারিখ দেখে নিন

2023 সালের শেষের দিকে খবর আসে Hero Motocorp 125 সিসি সাইজের নতুন একটি বাইক নিয়ে কাজ চালাচ্ছে। সম্প্রতি সেটি লঞ্চের খবর সামনে এসেছে। বেশ কয়েকবার পরীক্ষা করতেও দেখা গিয়েছে সেটিকে। লেটেস্ট আপডেট অনুযায়ী হিরো ওয়ার্ল্ড ইভেন্টে বাইকটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। আর সেই ইভেন্ট শুরু হওয়ার আগেই কিছু ছবি ফাঁস হয়ে গিয়েছে। Hero Xtreme 125R

খবর আসছে Hero Motocorp এর নতুন 125 সিসি বাইকটির নাম হতে চলেছে Hero Xtreme 125R। বাইকটি মুখ্যত টার্গেট TVS Raider , Bajaj Pulsar NS125 এবং Honda SP125। ছবিতে দেখা যাচ্ছে বাইকে বড় ফুয়েল ট্যাংক সহ স্পোর্টি ডিজাইন থাকছে। এছাড়া বাইকটির প্রিমিয়াম অনুভূতি বাড়ানোর জন্য সেখানে রয়েছে সিলভার-রঙের বডি প্যানেল।

Hero Xtreme 125R বাইকটির ডিজাইন অন্যান্য 125 সিসি মোটরবাইকের থেকে আলাদা। যদিও বাইকটির ইঞ্জিন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে লেটেস্ট রিপোর্ট জানাচ্ছে যে, Hero Glamour এর ইঞ্জিনই থাকতে পারে বাইকে। এই ইঞ্জিন মোট 10.8 hp শক্তি এবং 10.6 Nm টর্ক উৎপন্ন করে।

বাইকটির ডিজাইনে নতুন চ্যাসি থাকবে কিনা তা এক্ষুণি স্পষ্ট নয়। তবে বাইকের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট যে সেটি বাজারে উপস্থিত হিরোর অন্যান্য 125 সিসির বাইকের থেকে ভিন্ন। সাসপেনশনের জায়গায় রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং একটি মনোশক। সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যাচ্ছে Hero Xtreme 125R বাইকের দাম থাকতে পারে 95 হাজার থেকে 1.03 লক্ষ টাকার মধ্যে।

Back to top button