TRENDS
Advertisement

Hero Splendor Plus vs TVS Radeon: কোন গাড়িটা কেনা আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

TVS এর নতুন বাইক তৈরি Splendor Plus কে টেক্কা দেওয়ার জন্য, কিন্তু কোন বাইকের পাল্লা ভারী?

Published By: Ritwik | Published On:

Hero Splendor Plus vs TVS Radeon: বাইকের বাজার, বিশেষত কমিউটার সেগমেন্টে বর্তমানে TVS এবং Hero Motocorp এর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। হিরোর Splendor Plus এবং টিভিএসের Radeon বাজার দখলের লড়াইতে নেমেছে। কিন্তু কোন বাইক আপনার জন্য উপযুক্ত? চলুন তাই দেখে নেওয়া যাক। Hero Splendor Plus vs TVS Radeon: কোন গাড়িটা কেনা আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই আসি ইঞ্জিনের বিষয়ে। Hero Splendor Plus গাড়িতে 97.2 সিসির এয়ার কুল ইঞ্জিন রয়েছে। গাড়িটি 8000 rpm এ সর্বোচ্চ 7.91 bhp শক্তি উৎপন্ন করে এবং 6000 rpm এ 8.05 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। অন্যদিকে TVS Radeon গাড়িটিতে অপেক্ষাকৃত শক্তিশালী 109.7 সিসির এয়ার কুল ইঞ্জিন রয়েছে। Radeon এর সর্বোচ্চ শক্তি 8.08 bhp (7350 rpm এর জন্য) এবং সেটি 4500 rpm এ 8.7 Nm টর্ক জেনারেট করে। Hero Splendor Plus vs TVS Radeon: কোন গাড়িটা কেনা আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

অপেক্ষাকৃত ভারী ইঞ্জিন থাকার কারণে Radeon এর টপ স্পিড (90 kmph) Splendor এর গতির থেকে (87kmph) চেয়ে সামান্য বেশী। মাইলেজের কথা বললে Splendor Plus 60 km/l দেয় এবং Radeon গাড়িটির মাইলেজ 65 km/l। তাছাড়া Radeon এ সামান্য বড় ফুয়েল ট্যাংকও (10litre) দিয়েছে টিভিএস। উল্লেখ্য যে, যেখানে Splendor Plus 1 লিটারের জ্বালানি সংরক্ষণ করতে সক্ষম সেখানে Radeon আপনাকে 1.5 লিটার জ্বালানি সংরক্ষণ করার সুযোগ দেয়।Hero Splendor Plus vs TVS Radeon: কোন গাড়িটা কেনা আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

উভয় গাড়িই ড্রাম ব্রেকের সাথে আসে এবং সামনে ও পিছনে 18 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এবং চার গতির ম্যানুয়াল গিয়ার অফার করে। সদ্য লঞ্চ হওয়া Radeon বাইকটি মোট 3টি ভেরিয়েন্টে 7টি কালারের সাথে উপলব্ধ। বাজারে TVS Radeon-এর দাম শুরু হচ্ছে 72,758 টাকা থেকে এবং Hero Splendor Plus এর দাম রয়েছে 73,059 টাকা।Hero Splendor Plus vs TVS Radeon: কোন গাড়িটা কেনা আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

About Author