Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Zero-র সাথে হাত মিলিয়ে ২০০ কিমি রেঞ্জের ই-বাইক আনছে Hero, ফিচার্সে তোলপাড় করবে দেশের মার্কেট

হিরো মোটোকর্প ভারতের বাজারে একগুচ্ছ বাইক লঞ্চ করতে চলেছে। 440 সিসির ভারী বাইক থেকে কমিউটার বাইক, বিরাট পোর্টফোলিও নিয়ে আসছে তারা। বড় মার্কেট দখল করলেও ইলেক্ট্রিক গাড়ির বাজারে এখনো কিছুটা ব্রাত্য রয়ে গিয়েছে হিরো মোটোকর্প। কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আসন্ন সময়ে 200 কিমি রেঞ্জের বৈদ্যুতিক বাইক নিয়ে আসছে সংস্থাটি।

ভারতে সবচেয়ে বড় বাজার রয়েছে Hero Motocorp এর। কমিউটার সেগমেন্ট থেকে শুরু করে রেসিং বাইক, অ্যাডভেঞ্চার বাইক সবই লঞ্চ করেছে হিরো। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের উপস্থিতি নেই। এবার সেই বাজারে নিজেদের ছড়িয়ে দিতে বড় পদক্ষেপ নিয়েছে তারা। Hero Motocorp এজন্য চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকান Zero Motocorp এর সাথে।

আমেরিকান সংস্থাটির থেকে শক্তিশালী ব্যাটারি প্যাক এবং অধিক রেঞ্জের প্রিমিয়াম বাইক নিয়ে আসছে Hero। রিপোর্ট অনুযায়ী Hero MotoCorp এবং Zero Motorcycles একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর তারফলে উভয় সংস্থাই প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করব। নতুন বাইকগুল Vida বা Hero নামে ভারতে লঞ্চ করতে পারে Hero।

আমেরিকান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা জিরো মোটরসাইকেলের নিজস্ব ব্র্যান্ডের অধীনে দুই ধরণের বৈদ্যুতিক মোটরসাইকেল রয়েছে। এগুলো হলো স্ট্রিট এবং ডুয়াল স্পোর্ট। Zero Motorcycles এর বাইকগুলো আধুনিক লুকের সাথে নতুন ডিজাইনে নিয়ে আসে। বাইকগুলো রেঞ্জ এবং কর্মক্ষমতা, উভয়ই বেশ আকর্ষণীয়। এমতাবস্থায় Hero Motocorp এর সাথে মিলে নতুন কি বাইক লঞ্চ আসতে চলেছে তাই নিয়ে উৎসুক বাইক প্রেমীরা।

Back to top button