TRENDS
Advertisement

Hero Maverick 440 : ঘোষণা হয়ে গেল, এইদিনই বাজারে লঞ্চ হবে হিরোর সবচেয়ে দামী বাইক

Hero motocorp যে 440 সিসির বাইক বাজারে নিয়ে আসছে এই খবর নতুন নয়। বেশ কিছু সময় আগের থেকেই Hero এর তরফে ঘোষণা করা হচ্ছে আসন্ন বাইকটি নিয়ে। অবশেষে জানা গেল…

Published By: Ritwik | Published On:

Hero motocorp যে 440 সিসির বাইক বাজারে নিয়ে আসছে এই খবর নতুন নয়। বেশ কিছু সময় আগের থেকেই Hero এর তরফে ঘোষণা করা হচ্ছে আসন্ন বাইকটি নিয়ে। অবশেষে জানা গেল সেটি লঞ্চ হবে আগামী 22 জানুয়ারি। বাইকটির নাম পুরোপুরি জানায়নি সংস্থা, তবে বিভিন্ন টিজার থেকে আন্দাজ করা হচ্ছে বাইকটির নাম হতে চলেছে Maverick 440 (Hero Maverick 440)। Hero Maverick 440 : ঘোষণা হয়ে গেল, এইদিনই বাজারে লঞ্চ হবে হিরোর সবচেয়ে দামী বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন বছরের শুরুটা বড় করেই করতে চলেছে Hero। বছরের প্রথম লঞ্চেই আসছে 440 সিসির বিরাটাকার বাইক। উল্লেখ্য Hero Mavrick 440 তার প্ল্যাটফর্ম শেয়ার করবে Harley-Davidson X440 এর সাথে। আপাতত পাওয়া খবর অনুযায়ী Hero লাইনআপে এটাই সবচেয়ে দামী বাইক হতে চলেছে।

মার্কেট বিশেষজ্ঞদের ধারণা নতুন বাইকটির দাম 2লক্ষ টাকার আশেপাশেই হবে। Harley Davidson X440 বাইকটির দাম রয়েছে 2,39,500 টাকা থেকে 2,79,500 টাকা। Maverick এর দাম তার চেয়ে সস্তাই হতে চলেছে। Hero Mavrick 440 তে X440-এর মতো ওই একই 440 সিসির সিঙ্গল-সিলিন্ডার, অয়েল/এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে। Hero Maverick 440 : ঘোষণা হয়ে গেল, এইদিনই বাজারে লঞ্চ হবে হিরোর সবচেয়ে দামী বাইক

নতুন বাইকে Hero Karizma’র কিছু বৈশিষ্ট্য, যেমন TFT স্ক্রিন, ব্লুটুথ কানেকটিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন থাকবে। এছাড়া সেখানে রেট্রো-স্টাইলের ডিজাইন এলিমেন্ট যেমন গোলাকার হেডল্যাম্প, পেশীবহুল জ্বালানী ট্যাঙ্ক, বার-এন্ড মিররও দেখা যাবে। নতুন Mavrick 440 কে বাজার দখলের জন্য লড়তে হবে Royal Enfield Classic 350, Triumph Scrambler 400X এবং Triumph Speed 400-এর মতো বাইকের সঙ্গে।

About Author