TRENDS
Advertisement

পুজোর আগেই এত দাম বাড়াচ্ছে Hero! গাড়ি কেনার আগে দশবার ভাববে মধ্যবিত্তরা

পুজোর আগেই গ্রাহকদের অবাক করে দিয়ে বাইক এবং স্কুটির দাম বাড়াল হিরো, গাড়ি কেনার খরচ এবার আরো বাড়তে চলেছে

Published By: Ritwik | Published On:

সম্প্রতি Hero Motocorp বড় ঝটকা দিয়েছে গ্রাহকদের। নিজেদের আলোচনা সভায় হিরো সিদ্ধান্ত নেয় যে, স্কুটি থেকে শুরু করে বাইক, সমস্ত পণ্যেরই দাম বাড়ানো হবে। মঙ্গলবার থেকেই নতুন নিয়ম লাগু হবে। 3 অক্টোবর থেকে দাম বৃদ্ধি করা হয়েছে। খবর অনুযায়ী 1% দাম বাড়বে। যদিও বিভিন্ন মডেল এবং পণ্যের ওপর নির্ভর করে সেখানে পরিবর্তন থাকতে পারে। পুজোর আগেই এত দাম বাড়াচ্ছে Hero! গাড়ি কেনার আগে দশবার ভাববে মধ্যবিত্তরা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপাতত হিরো মোটোকর্পের ঝুলিতে এই বাইকগুলি রয়েছে , HF 100, HF Deluxe, Splendor+, Splendor+ Xtec, Super Splendor, Super Splendor Xtec, Passion+, Passion Xtec, Glamour, Glamour Xtec, Glamour Canvas, Xtreme 160R, Xtreme 160R 4V, Xtreme 200S, Xpulse 200 4V, Xpulse 200T 4V এবং নতুন Karishma XMR। এই সমস্ত বাইকের দাম বাড়তে পারে এবার।

Hero MotoCorp এর তরফে জানানো হয়েছে যে, বর্তমান সময়ে বাইক এবং স্কুটারের বিভিন্ন পার্টসের দাম বাড়ার জন্য এবং মার্কেটে টিকে থাকতে এই দাম বাড়াচ্ছে তারা। তবে বাজারের ওপর নির্ভর করে দাম বাড়াকমা চলতে থাকবে।

হিরো মোটোকর্পের তরফে একটি বিবৃতি জারি করা বলা হয়েছে, “ইনপুট খরচ এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে মোটরবাইকের দাম বাড়ানো হয়। এবারও আমরা সেরকমই কিছু প্রাইস রিভিউ করেছি, যাতে গ্রাহকদের খুব একটা অসুবিধা না হয়।”পুজোর আগেই এত দাম বাড়াচ্ছে Hero! গাড়ি কেনার আগে দশবার ভাববে মধ্যবিত্তরা

উল্লেখ্য নতুন Karizma XMR বাইকটি 1,72,900 টাকা এক্স শোরুম দামের সাথে আসে। কিন্তু বর্তমানে সেটির দাম বেড়েছে 7,000 টাকা। কোম্পানির কাছে আর জা জা মোটরসাইকেল রয়েছে সেগুলির দাম বাড়বে 1 শতাংশ। তবে কোন কোন পণ্যের দাম বাড়ছে তা এক্ষুণি জানা যায়নি। তবে উৎসবের মরশুমের আগে গ্রাহকদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে।

About Author