Read In
Whatsapp
Bike News

হোন্ডা শাইনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাজারে নতুন বাইকের ঘোষণা হিরোর, আসন্ন বাইকটি হবে এতখানি দমদার

কমিউটার সেগমেন্টে বেশ বিখ্যাত হিরো মোটকর্পের বিভিন্ন গাড়িগুলো। বাজারে HF, Splendor এরপর Passion সিরিজের নতুন বাইক আনছে হিরো। বাজারে আসছে নতুন Passion Plus। পুরনো স্টাইলেই কিন্তু আরো উন্নত ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে আসছে বাইকটি। এছাড়া পেট্রোলের দাম বাড়ার পর থেকে মানুষ অধিক মাইলেজের গাড়িও পছন্দ করেছেন, সেই সুবিধাও রয়েছে এখানে।

Hero Passion Plus এর মূল প্রতিপক্ষ Honda Shine 125। ফলে Honda তাদের গাড়ির নতুন ভার্সন আনার লোর থেকেই রব উঠছিল Hero কোনো বাইকের কথা ঘোষণা করে কিনা, এবার সেবিষয়ে কনফার্মেশন মিলেছে। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকছে সেখানে।

ইঞ্জিন : হিরো প্যাশন প্লাসে আগের মতোই 125 সিসির ইঞ্জিনেl থাকছে। কিন্তু এই ইঞ্জিন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। নয়া ইঞ্জিন বাইকের রাইড আরো মসৃণ এবং আনন্দদায়ক করে তুলবে।

মাইলেজ : ARAI সার্টিফায়েড 70 km/l মাইলেজ পেতে পারেন আপনি। তবে কিছু নিয়ম মেনে চললে সেই অংক 75 থেকে 80 এর ঘরেও পৌঁছাতে পারে।

ফিচারস : বাইকটিতে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সেখানে ব্যবহারকারীরা তাদের সমস্ত তথ্য, যেমন গতি, ফুয়েল লেভেল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেয়ে যান। সাথে চার্জিং পয়েন্ট এবং ব্লু কানেক্টিভিটির মত ফিচারও যোগ হতে পারে।

দাম : গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হতে পারে পারে 73,900 টাকা থেকে।

Back to top button