কিছুদিন আগেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে হিমালয়ান 450 বাইকটি। নির্ধারিত তারিখের আগেই বাইকের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে সংস্থাটি। খুব স্বাভাবিকভাবেই বাইকপ্রেমীদের কাছে এটা একটা বড় খবর। তবে খুশির এখনই শেষ নেই। কারণ আনন্দ করার আরও একাধিক কারণ রয়েছে বৈকি। আগামি দিনে রয়্যাল এনফিল্ডের পাইপলাইনে আরও অনেক বাইক রয়েছে।
1. Royal Enfield Bobber 350 : নাম থেকেই স্পষ্ট যে, এটি ক্লাসিক 350 সিরিজের একটি বাইক। এতে দেওয়া হবে দমদার 349cc OHC ইঞ্জিন যা প্রায় 20 bhp শক্তি উৎপন্ন করবে, এবং এতে থাকবে 5-স্পীড গিয়ারবক্স।
2. রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার 650 : অফরোড বাইক হিসেবে ভালো নাম করেছে এই গাড়ি। এতে রয়েছে USD ফ্রন্ট ফর্ক, ওয়্যার-স্পোক অ্যালয় হুইল, এবং একটি উচ্চ-মাউন্ট করা 2-ইন-1 এক্সহস্ট সিস্টেম। এছাড়াও এতে থাকবে একটি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন সিস্টেম এবং ডুয়াল-চ্যানেল ABS।
3. Royal Enfield Scram 450 : খুব সম্ভবত 2024 এর শেষের দিকে লঞ্চ হবে এই গাড়ি। এটির ADV কাউন্টারপার্টের মতো একই Sherpa 450 ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা 40 bhp এবং 40 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এতে দেওয়া হবে 6-স্পীড গিয়ারবক্স একটি স্লিপ এবং একটি অ্যাসিস্ট ক্লাচ।
4. রয়্যাল এনফিল্ড শটগান 650 : এটিও 2024 এর শেষের দিকে লঞ্চ হবে বলেই ধারণা করা হচ্ছে। বাইকটিতে দেওয়া হবে একটি গোল হেডল্যাম্প, ব্ল্যাকড-আউট ইঞ্জিন কেসিং এবং একটি সেপারেট সিট। পাশাপাশি বাইকটিতে দেওয়া হবে একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও। ইঞ্জিনের কথা বললে এতে আপনি পেয়ে যাবেন 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন, যা একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ সহ 6-স্পীড ট্রান্সমিশনের সাথে যুক্ত।