Read In
Whatsapp
Bike News

Top 5 Bikes : অসাধারণ পারফর্ম্যান্স এবং দারুণ ডিজাইন রয়েছে এই 5 বাইকে, আপনার পছন্দের কোনটি?

গত 2023 সালে একগুচ্ছ দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ হয়েছে। দীর্ঘ সময় পর নতুন কিছু আকর্ষণীয় বাইক এসেছে। 2023 সালেই বাজারে হাজির হয়েছে Harley Davidson এবং Triumph এর নয়া বাইক। আন্তর্জাতিক বাজারের সেরা বাইকগুলো ধীরে ধীরে আসছে ভারতের বাজারে। চলুন তাহলে গত বছরের সেরা 5টি বাইক (Top 5 Bikes) দেখে নেওয়া যাক।

1) Triumph Speed 400 এবং Scrambler 400X Top 5 Bikes
Bajaj এর সাথে হাত মিলিয়ে নতুন দুইটি বাইক এনেছে Triumph। প্রথমটি হলো Speed 400 এবং অন্যটি Speed 400 এর Scrambler ভার্সন, Scrambler 400X। দুই বাইকেই রয়েছে 398 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 40 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকদুটোর এক্স শোরুম দাম রয়েছে 2.33 লক্ষ টাকা থেকে 2.62 লক্ষ টাকা।

2) Hero Karishma XMR
ভারত তো বটেই আজ বাইরের দেশেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে Hero Motocorp। 2023 সালে নতুন রূপে হাজির হয়েছে আইকনিক ক্যারিশমা বাইকটি। 210 সিসির ইঞ্জিন সমেত লঞ্চ হয়েছে Karishma XMR। নতুন বাইকের ইঞ্জিনটি মোট 25.5 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। ফেয়ারড স্পোর্ট বাইকটির দাম শুরু হচ্ছে 1.80 লক্ষ টাকা থেকে।

3) KTM 390 Duke
ভারত সহ বিদেশের বাজারেও বেশ বিখ্যাত KTM। সম্প্রতি Duke সিরিজের নতুন ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। 2023 সালে বাজারে আসা নতুন KTM 390 Duke বাইকে রয়েছে 399 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 45hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। নতুন KTM 390 Duke এর এক্স শোরুম দাম 3.11 লক্ষ টাকা।

4) TVS Apache RTR 310
TVS আজ ভারতের বাজারের সাথে সাথে বিদেশের বাজারেও খুবই বিখ্যাত। একাধিক বাইক রয়েছে বেস্ট সেলিং বাইকের তালিকায়। কিন্তু 2023 সালে বড় চমক দিয়েছে TVS। নতুন Apache RTR 310 বাইকটি লঞ্চ হয়েছে কয়েকদিন আগে। বাইকে উপস্থিত 312 সিসির ইঞ্জিন মোট 35hp শক্তি উৎপন্ন করে। RTR 310 বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.43 লক্ষ টাকা।

5) Harley Davidson X440
Harley Davidson এর সবথেকে সস্তা বাইক রয়েছে X440। Hero motocorp এর সাথে জুটি বেঁধে বাইকটি লঞ্চ করেছে কোম্পানি। X440 বাইকে রয়েছে 440 সিসি লিকুইড কুল ইঞ্জিন যা মোট 27.37 hp শক্তি উৎপন্ন করে। বাইকটির এক্স শোরুম দাম 2.40 লক্ষ টাকা।

Back to top button