TRENDS
Advertisement

Harley Davidson এর X440 নাকি Royal Enfield এর Shotgun, কোন বাইক নেবেন আপনি? দেখে নিন তুলনা

ভারতে Royal Enfield বাইকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার দরকার নেই। একেরপর এক চমকপ্রদ বাইক লঞ্চ করেছে চেন্নাই স্থিত কোম্পানিটি। শীঘ্রই সেই লাইনআপে যুক্ত হতে চলেছে নতুন মডেল শটগান 650।…

Published By: Ritwik | Published On:

ভারতে Royal Enfield বাইকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার দরকার নেই। একেরপর এক চমকপ্রদ বাইক লঞ্চ করেছে চেন্নাই স্থিত কোম্পানিটি। শীঘ্রই সেই লাইনআপে যুক্ত হতে চলেছে নতুন মডেল শটগান 650। গত মাসেই বাইকটির মোটোভার্স এডিশন সামনে আসে। এবার খুব জলদি বাইকটির রেগুলার ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। Harley Davidson এর X440 নাকি Royal Enfield এর Shotgun, কোন বাইক নেবেন আপনি? দেখে নিন তুলনা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Shotgun 650 বাজারে আসতে প্রতিযোগিতা আরো বাড়তে চলেছে। এক্ষেত্রে Harley Davidson X440 এর সাথে বাইকটির জোর লড়াই চলছে। আপনিও যদি দুই বাইক নিয়ে কনফিউজড তাহলে চিন্তা নেই, আজ আমরা দুই বাইকের তুলনা নিয়ে হাজির।

Harley Davidson এর X440 নাকি Royal Enfield এর Shotgun, কোন বাইক নেবেন আপনি? দেখে নিন তুলনাদুই বাইকের ইঞ্জিন
Royal Enfield শটগান বাইকে রয়েছে 648 সিসির এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 52 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে Harley Davidson X440 বাইকে রয়েছে 440 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন যা 38 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য যে, দুই বাইকে 6 গতির গিয়ারবক্স রয়েছে।

ফিচার্স
হার্লে-ডেভিডসন বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সহ USB চার্জিং পোর্ট এবং ডিজিটাল স্পিডোমিটার ও ABS এলার্ট রয়েছে। রয়্যাল এনফিল্ড বাইকে আপনি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এছাড়া সেখানে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং, গিয়ার ইন্ডিকেটর। Harley Davidson এর X440 নাকি Royal Enfield এর Shotgun, কোন বাইক নেবেন আপনি? দেখে নিন তুলনা

ব্রেকিং
দুই বাইকেই আপনি পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক।

Harley Davidson এর X440 নাকি Royal Enfield এর Shotgun, কোন বাইক নেবেন আপনি? দেখে নিন তুলনা

দাম
হার্লে-ডেভিডসন X440 এর দাম শুরু হচ্ছে 2.40 লাখ টাকা থেকে। অন্যদিকে রয়্যাল এনফিল্ড শটগানের দাম জানা যায়নি এখনো। তবে আশা করা যাচ্ছে শটগানের দাম থাকবে 3.50 লাখ টাকার আশেপাশে।

About Author