Read In
Whatsapp
Bike News

একলাফে অনেকটা দাম বাড়ল Harley-Davidson X440-এর, কিনতে গেলে কত টাকা এক্সট্রা খসাতে হবে?

গত জুলাই মাসে ভারতের বাজারে বেশ সাড়ম্বরের সাথে বাজারে আসে Harley Davidson X440। বাইকটিকে নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার শেষ থাকেনি। RE কে টেক্কা দিতে হিরো মটোকর্পের সাথে মিলে দূর্দান্ত বাইক অনে HD। যে দামে গাড়িটি বাজারে লঞ্চ হয় তা সবাইকেই বেশ অবাক করে। HD X440 ভারতের সবচেয়ে সস্তার হার্লে ডেভিডসন বাইক হয়ে ওঠে।

হার্লে ডেভিডসন কোনোদিন এর সস্তায় বাইক লঞ্চ করেনি। আর তাই গ্রাহকদের মধ্যে বাইকটি নিয়ে বেশ উচ্ছাস তৈরি হয়। কিন্তু এবার গ্রাহকদের বড় ধাক্কা দিল সংস্থাটি। বাইকটির তিনটি ভেরিয়েন্টেরই দাম বাড়াল তারা। এক ধাক্কায় 10,500 টাকা দাম বাড়িয়েছে Harley Davidson। আগে 2.29 লক্ষ টাকা থেকে 2.69 লক্ষ টাকায় বাইকটি পাওয়া গেলেও এবার আরো বেশি দামে কিনতে হবে গ্রাহকদের।

নতুন এবং পুরনো দাম কত কত?

Harley-Davidson এস – পুরনো দাম 2.69 লাখ টাকা, নতুন দাম 2.80 লাখ টাকা।
Harley-Davidson X440 ভিভিড – পুরনো দাম 2.49 লাখ টাকা, নতুন দাম 2.60 লাখ টাকা।
Harley-Davidson X440 ডেনিম – পুরনো দাম 2.29 লাখ টাকা, নতুন দাম 2.40 লাখ টাকা।

আগের থেকে 10,500 টাকা বেশী দিতে হবে বাইকটি কিনতে। তাই আগে 2.29 লাখ থেকে 2.69 লাখে বাইকটি পাওয়া গেলেও নতুন দাম বাড়ানোর পর গাড়িটি 2.40 লাখ থেকে 2.80 লাখে পাওয়া যাবে। উল্লেখ্য, আপাতত বাইকটির বুকিং বন্ধ রয়েছে।

Back to top button