TRENDS
Advertisement

Bajaj নিয়ে এল রেকর্ড মাইলেজের বাইক, একদম সস্তায় কিভাবে কিনবেন দেখে নিন

উৎসবের মুহূর্তকে আরো আনন্দদায়ক করে তুলতে আজই নিয়ে যান নতুন Bajaj Platina, 89 Kmpl এর রেকর্ড মাইলেজ থাকছে বাইকে!

Published By: Ritwik | Published On:

বাইকের বাজার বেড়েই চলেছে। সামনেই দুর্গাপুজো সহ দীপাবলি। উৎসবের মরশুমে একাধিক কোম্পানি তাদের বাইক নিয়ে হাজির। এসবের মধ্যে আবার কিছু বাইক রয়েছে যেগুলো সস্তায় দারুণ পারফরম্যান্স দেয়, Bajaj Platina সেরকমই একটি গাড়ি। Hero Splendor এর সাথে জোর প্রতিযোগিতা চললেও Platina এর জুড়ি নেই। মাইলেজের দিক দিয়ে সেরা বাইক বলা চলে বাজাজ প্লাটিনা। Bajaj নিয়ে এল রেকর্ড মাইলেজের বাইক, একদম সস্তায় কিভাবে কিনবেন দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Bajaj Platina আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা, কারণ বাইকে বেশ বড় অংকের মাইলেজ পেয়ে যাবেন আপনি। আসলে বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে, সেখানে মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত রয়েছে।

ইঞ্জিন এবং ফিচারস : প্লাটিনা গাড়িতে 115 সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট 8.60 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে ইঞ্জিনটি। এছাড়া বাইকে থাকছে 11 লিটারের জ্বালানী ট্যাঙ্ক। 89 কিমির দূর্দান্ত মাইলেজ রয়েছে Platina তে। নাইট্রোক্স প্রযুক্তির কারণে সামনে পিছনে 20% সাসপেনশন বাড়িয়েছে বাজাজ। Bajaj নিয়ে এল রেকর্ড মাইলেজের বাইক, একদম সস্তায় কিভাবে কিনবেন দেখে নিন

দাম :  Bajaj Platina 110-এর এক্স-শোরুম দাম শুরু হয় 70 হাজার থেকে। তাই আর দেরি কিসের, উৎসবের মরশুমে নিয়ে আসুন নতুন বাইক।

About Author