TRENDS
Advertisement

দীপাবলির মরশুমে Yamaha Fascino 125 Fi Hybrid নিয়ে যান আরো সস্তায়, করতে হবে এটুকু কাজ

দীপাবলির মরশুমে নিয়ে যান নতুন দুই চাকা, বেশ সস্তায় উপলব্ধ Yamaha এর এই শক্তিশালী স্কুটার

Published By: Ritwik | Published On:

বেশিরভাগ ভারতীয়ই যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্টের ভরসা করে থাকেন। এতে যাতায়াতের খরচ কমলেও সমস্যা থাকে নানা ধরণের। যে কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষই মোটরসাইকেল বা স্কুটারের দিকে ঝোঁকেন। আর তাই তো দর্শকদের চাহিদা মেটাতে বাজারে চলে এল ইয়ামাহার নতুন মডেল। দূর্দান্ত লুক আর ধামাকাদার পারফরম্যান্স দেখলে আপনিও ফিদা হবেন। দীপাবলির মরশুমে Yamaha Fascino 125 Fi Hybrid নিয়ে যান আরো সস্তায়, করতে হবে এটুকু কাজ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই বলি, ইয়ামাহার এই স্কুটারের নাম হচ্ছে Yamaha Fascino 125 Fi Hybrid। সম্প্রতি বিশাল ছাড় দিয়েছে এই স্কুটারে। 125 সিসি ইঞ্জিনের এই স্কুটার দেখতে যেমন সুন্দর, তেমনই মজবুত এবং ভালো মাইলেজ দিতে পারে। তবে তার চেয়েও আকর্ষণীয় বিষয় হল, উৎসবের মরশুমে মাত্র 6000 টাকা ডাউন পেমেন্টেই এই স্কুটার বাড়িতে আনতে পারবেন।

Fascino তে Y-Connect কানেক্টিভিটি অ্যাপের সাথে আসে। এই ফিচার স্মার্টফোনের সাথে সংযোগ করতে সাহায্য করে। স্কুটারটির এক্স-শোরুম দাম 79,600 টাকা হলেও Yamaha এর দীপাবলি অফারে মাত্র 6000 টাকার ডাউন পেমেন্ট দিয়ে বাড়িতে আনতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে ফাইন্যান্স প্ল্যানের সাহায্য নিতে হবে। দীপাবলির মরশুমে Yamaha Fascino 125 Fi Hybrid নিয়ে যান আরো সস্তায়, করতে হবে এটুকু কাজ

Fascino 125 এর ফিচারস দেখে নিন

পাওয়ারট্রেন: Yamaha Fascino 125 Fi Hybrid গাড়িতে একটি 125cc এয়ার-কুলড ফুয়েল-ইনজেক্টেড (Fi) ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 8.04bhp শক্তি এবং 10.3Nm টর্ক তৈরি করতে সক্ষম। প্রতি লিটারে 68.75 কিলোমিটারের চিত্তাকর্ষক মাইলেজও রয়েছে Fascino তে।

দীপাবলির মরশুমে Yamaha Fascino 125 Fi Hybrid নিয়ে যান আরো সস্তায়, করতে হবে এটুকু কাজ

Yamaha Fascino 125 Fi Hybrid গাড়িতে একগুচ্ছ ফিচারস রয়েছে। সেখানে USB চার্জিং পোর্ট, LED হেডল্যাম্প এবং টেইল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে।

About Author