TRENDS
Advertisement

জলের দরে ছুটবে গাড়ি, 60 হাজারেরও কম দামে বাড়ি নিয়ে যান ই-স্কুটার

মাত্র 57 হাজার টাকার মধ্যেই পেয়ে যান দমদার বাইক। ফিচার্স এবং স্পেশিফিকেশন দেখলে আপনিও অবাক হবেন।

Published By: Ritwik | Published On:

জ্বালানি চালিত বাইকের দাপট ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বাজারে। দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক বাইকের চাহিদা। আর সেই কারণেই যে দাম নিয়ে এতদিন মানুষের সমস্যা ছিল তাও এবার কমতে শুরু করেছে। ইতিমধ্যেই Ola Electric থেকে Hero MotoCorp এর মত একাধিক কোম্পানি তাদের নতুন নতুন মডেল লঞ্চ করেছে বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সেরকমই একটি ই-বাইক হল লোহিয়া ওমা স্টার লি ইলেকট্রিক স্কুটার। এই ই-বাইকটি দামে কম হলেও মানে ভালোই। দাম তো কম বটেই পাশাপাশি বাইকটির হালকা ওজন এবং আকর্ষণীয় ফিচার্সও গ্রাহকদের আগ্রহ বাড়াচ্ছে। তাহলে চলুন দেরি না করে দেখে নিন বাইকটির দাম ও ফিচার্স।

প্রথমেই বলি লোহিয়া ওমা স্টার বাইকটিতে একটি 20Ah লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। স্কুটারটি মূলত BLDC প্রযুক্তির উপর ভিত্তি করে একটি 250W বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত। কোম্পানির দাবি, মাত্র 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় ব্যাটারিটি। এবং সিঙ্গেল চার্জে বাইকটির মাইলেজ 60 কিলোমিটার। এবং স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ প্রায় 25 কিমি প্রতি ঘন্টা।

ই-বাইকটির ব্রেক সিস্টেমের কথা বললে, সামনের এবং পিছনের দুই চাকাতেই ড্রাম ব্রেক ইনস্টল করা হয়েছে, যার সাথে কম্বি ব্রেকিং সিস্টেমও ইনস্টল করা আছে। সাসপেনশন সিস্টেমের সামনে টেলিস্কোপিক টাইপ হাইড্রোলিক সাসপেনশন এবং পিছনে স্প্রিং বেসড শক শোষক রয়েছে। অন্যান্য ফিচার্সের কথা বললে এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, পাস সুইচ, হ্যালোজেন হেডলাইট।

জলের দরে ছুটবে গাড়ি, 60 হাজারেরও কম দামে বাড়ি নিয়ে যান ই-স্কুটার

তবে আকর্ষণীয় বিষয় হল বাইকটির দাম। কোম্পানিটি যে লোহিয়া ওমা স্টার ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করেছে তার প্রাথমিক মূল্য 51,750 টাকা (এক্স-শোরুম)। তবে অন-রোড হওয়ার পর এই দাম 55,055 টাকা হয়ে যেতে পারে ধারণা বিশেষজ্ঞদের।

About Author