TRENDS
Advertisement

এবার কম খরচে আপনিও হতে পারেন বুলেটের মালিক, করতে হবে এটুকু কাজ!

ক্রুজার বাইকের সেগমেন্টে একচ্ছত্র রাজ চালায় রয়্যাল এনফিল্ড। একগুচ্ছ বাইক রয়েছে এই ফিল্ডে। তবে এদের মধ্যে Bullet 350 অধিক জনপ্রিয়। বাইকটি যেমন শক্তিশালী তেমনই ফিচারপ্যাকড। 350 সিসির ইঞ্জিন রয়েছে সেখানে…

Published By: Ritwik | Published On:

ক্রুজার বাইকের সেগমেন্টে একচ্ছত্র রাজ চালায় রয়্যাল এনফিল্ড। একগুচ্ছ বাইক রয়েছে এই ফিল্ডে। তবে এদের মধ্যে Bullet 350 অধিক জনপ্রিয়। বাইকটি যেমন শক্তিশালী তেমনই ফিচারপ্যাকড। 350 সিসির ইঞ্জিন রয়েছে সেখানে অথচ তাও মাইলেজ বেশ ভালই দেয়। বাইকটির দাম পড়বে 2 লক্ষ টাকার আশেপাশে। কিন্তু যাদের এই বাজেট নেই তারা কি করবেন? চলুন জানাচ্ছি। এবার কম খরচে আপনিও হতে পারেন বুলেটের মালিক, করতে হবে এটুকু কাজ!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

রয়্যাল এনফিল্ড বাইকের স্বপ্ন তো সবার থাকে কিন্তু তা আর পূরন হয়না। কিন্তু আজ যে উপায় বলতে চলেছি তাতে আপনার বুলেটের স্বপ্ন পূরণ হবেই। কোনো ফাইন্যান্স প্ল্যান নয় আজ অন্য উপায় সম্পর্কে জানাবো আমরা।

সস্তায় বাইকটি কিনতে হলে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো সেরা হতে পারে। আর এক্ষেত্রে কয়েকটি ওয়েবসাইট খুঁজে আমরা সেরা তিনটি নির্বাচন করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেগুলোকে। এবার কম খরচে আপনিও হতে পারেন বুলেটের মালিক, করতে হবে এটুকু কাজ!

1) 2015 সালের এই বুলেট মাত্র 75,519 টাকা দিয়েই নিজের করতে পারেন। নয়ডাতে রেজিস্টার্ড বাইকটি মাত্র 42,000 কিমি চলেছে। এটি একটি দারুণ অপশন হতে পারে। Olx এ গিয়ে কিনতে পারেন বাইকটি।

2) দ্বিতীয় অপশন রয়েছে Droom সাইটে। সেখানে 2009 সালের Electra 350cc বাইক মাত্র 45,000 কিমি ছুটেছে। নয়ডাতে রেজিস্টার্ড বাইকটির দাম রয়েছে 75000 টাকা। এবার কম খরচে আপনিও হতে পারেন বুলেটের মালিক, করতে হবে এটুকু কাজ!

3) 2009 সালের আরো একটি Bullet Twinspark মডেল রয়েছে। বাইকটি মাত্র 29,500 কিমি ছুটেছে। উল্লেখ্য যে, এই বাইকের দাম সামান্য বেশি। কারণ আপনাকে ভিন্টেজ বাইকের জন্য 1,05,000 টাকা খরচ করতে হবে।

About Author