বাইকের বাজার, বিশেষত কমিউটার সেগমেন্টে বর্তমানে TVS সহ একগুচ্ছ বাইক নির্মাতার দুর্দান্ত লড়াই শুরু হয়েছে। Hero Motocorp, Honda Motors, Bajaj Motors সহ একাধিক কোম্পানি এই যুদ্ধে নিজেদের সেরা বাইক নিয়ে এসেছে। বলাই বাহুল্য যে, প্রতিটি বাইকই সেরা প্রমাণিত হয়েছে। আর আজ আমরা তেমনই একটি বাইক, TVS Radeon নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে।
ইঞ্জিন ও মাইলেজ: TVS Radeon গাড়িটিতে সেগমেন্টের মধ্যে সেরা ইঞ্জিন রয়েছে। অপেক্ষাকৃত শক্তিশালী 109.7 সিসির এয়ার কুল ইঞ্জিন সর্বোচ্চ 10.8 bhp (7350 rpm এর জন্য) শক্তি এবং 4500 rpm এ 11 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এই দুর্দান্ত ইঞ্জিনের কারণেই গাড়িটির টপ স্পিড রয়েছে 90kmph। সাথে আবার গাড়িটিতে 65 কিমির মাইলেজও পাওয়া যায়।
TVS Radeon বাইকে ড্রাম ব্রেকের সাথে আসে এবং সামনে ও পিছনে 18 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। চার গতির ম্যানুয়াল গিয়ার সমেত কিনতে পারেন আপনি। গাড়িটি দেখতেও বেশ আকর্ষণীয়। হেডল্যাম্প এবং তার চারপাশে বেজেল ডিজাইন এক সুন্দর লুক দেয়। গাড়িটির শব্দও Royal Enfield বুলেটের মতো।
দাম : TVS Radeon-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 69, 982 টাকা থেকে। ড্রাম ব্রেকের সুবিধা মিলবে সেখানে। ডিস্ক ব্রেক সহ Radeon এর এক্স শোরুম দাম শুরুই হচ্ছে 71,982 টাকা থেকে।