ভারতে KTM বাইকের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বহুবছর ধরেই ব্র্যান্ডটি এখানে ব্যবসা করছে। আর মানুষের অগাধ ভালোবাসাও পেয়েছে তারা। Duke সিরিজের বাইকগুলো মানুষের ভারী পছন্দের। এক্ষেত্রে আপনিও KTM কিনতে চাইলে এবং সেটি সাধ্যের মধ্যে না থাকলে এন্ট্রি লেভেলের 125 সিসির বাইকটি দেখতে পারেন। মাত্র 25,000 টাকা দিয়েই কিভাবে সেটি কিনতে পারেন সেই তথ্যই তুলে ধরবো আমরা।
দেখে নিন কী কী ফিচারস রয়েছে এই বাইকে
ইঞ্জিন এবং মাইলেজ : KTM RC 125 বাইকে আপনি 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। আর এই ইঞ্জিন মোট 14.5 PS শক্তি এবং সর্বোচ্চ 12 Nm টর্ক উৎপন্ন সক্ষম। 6 স্পিড গিয়ারবক্স সহ 41 কিমির মাইলেজ পেয়ে যাবেন এখানে।
ফিচারস : KTM RC 125 বাইকে ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপমিটার, LED হেডলাইট, টেল লাইট সহ একগুচ্ছ বৈশিষ্ট্য রয়েছে। সামনে ও পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইলও দেখা যায় বাইকটিতে।
দাম : RC 125 এর এক্স শোরুম দাম 1.89 লক্ষ টাকা। অন রোড দাম পড়বে 2.16 লক্ষ টাকার আশেপাশে।
এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাত্র 25 হাজার দিয়েই বাইকটি আপনার হতে পারে।
ফাইন্যান্স প্ল্যান
বাইকটি কেনার জন্য প্রথমেই আপনি 25 হাজার টাকার ডাউন পেমেন্ট করে দিন। এরপর তাহলে আপনাকে 1.91 লক্ষ টাকার লোন নিতে হবে। এবার আপনি যদি 3 বছরের জন্য এই লোন নেন বার্ষিক 9.7% সুদের হারে তাহলে মাসে 6151 টাকা কিস্তি দিতে হবে। ব্যাস তাহলেই নতুন KTM বাইকটি আপনার হতে পারে।