সামনেই পুজোর মরশুম, আর তাই তার আগে পণ্য লঞ্চ করার ধুম পড়ে গিয়েছে বাজারে। বাইকের কোম্পানি গুলোও এসময় তাদের নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে। Hero, TVS, Bajaj সহ একাধিক কোম্পানি হয় নতুন বাইক লঞ্চ করেছে নতুবা পুরনো বাইকের নতুন ভার্সন নিয়ে এসেছে বাজারে। Honda এর আগে Sp 160 লঞ্চ করেছে। একইসাথে Livo, Shine ইত্যাদির নতুন ভার্সন লঞ্চ করেছে। এবার Hornet গাড়িটিকেও নতুনভাবে বাজারে নিয়ে এল তারা।
স্টাইলিশ লুক এবং দুরন্ত পারফর্ম্যান্সের জন্য ইতিমধ্যেই বাজারে বিখ্যাত Hornet। গাড়িটির নতুন সংস্করণ আরো ধামাকাদার বানিয়েছে Honda। আর এসবের কারণেই বাজারে একরকম শোরগোল ফেলে দিয়েছে Hornet 2.0। নতুন ইঞ্জিন আবার E20 জ্বালানিকেও সাপোর্ট করে। অর্থাৎ সেই নিয়েও কোনো সমস্যা নেই।
ইঞ্জিন : Honda Hornet 2.0 বাইকে থাকছে 184 সিসির ওয়ান সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। আর সেটি 7,500 rpm-এ সর্বোচ্চ 17 bhp-এর পাওয়ার আউটপুট এবং 5,500 rpm-এ 15.9 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িটি পাঁচ গতির ট্রান্সমিশনের সাথে আসবে বলেই ধারণা। পিছনে বেশ বড় 18 ইঞ্চির চাকা ব্যবহার করা হতে পারে আর 130 কিমির টপ স্পিড দেখতে পাবেন এখানে।
ফিচারস : অ্যাসিস্ট স্লিপার ক্লাচের মতো নতুন ফিচারস যোগ করেছে Honda। যদিও নতুন বড় কিছু পরিবর্তন আসেনি সেখানে। আগের মতোই LED হেডল্যাম্প , Digital Instrumental Cluster সমেত ইঞ্জিন কিল সুইচ এবং ABS দেখতে পাবেন। LCD ডিসপ্লেও থাকছে এখানে। সেখান থেকে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটর দেখতে পাবেন।
দাম কত : নতুন ভার্সনের এক্স শোরুম দাম থাকছে 1.39 লক্ষ টাকা। ফাইন্যান্সের মাধ্যমে কম বাজেটেও গাড়িটি কিনে আনতে পারেন আপনি।