Read In
Whatsapp
Bike News

সেরা ফিচারস এবং মাইলেজের সাথে আসছে নতুন Activa, বৈদ্যুতিক ভার্সনেও শীঘ্রই লঞ্চ হবে

স্কুটারের বাজারে Honda Activa গাড়িটি বেশ জনপ্রিয়। স্কুটারটির 6G ভার্সন বিক্রি হচ্ছে বর্তমানে। এবার বাজারে খুবই জলদি Honda Activa 7G আসতে চলেছে। শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজ নিয়ে আসছে স্কুটারটি। কিন্তু কেমন ফিচারস থাকবে সেখানে? চলুন জেনে নেওয়া যাক।

শীঘ্রই বাজারে আসতে পারে নতুন Honda Activa 7G। স্টাইল থেকে লুক, সমস্ত দিক দিয়েই পুরনো গাড়িটির নতুন ভার্সন নিয়ে আসছে Honda। যদিও ডিজাইন এবং লুকে খুব বড় কিছু পরিবর্তন আসছে না, তবে Chrome ফিনিশ দেওয়া হতে পারে। আগের মতোই 109 সিসি এবং 125 সিসি, এই দুই ইঞ্জিনের সাথে লঞ্চ হতে পারে। এছাড়া 50 থেকে 55 কিমির মাইলেজও পাওয়া যাবে এই স্কুটারে।

নতুন Activa স্কুটারটির নাম যে 7G রাখা হবে তাই নিয়ে কোনো কনফার্মেশন আসেনি অবশ্য। আগের মডেলের নামও কোনো 6G ব্যাবহার করেনি Honda, তাই নামকরণ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে স্কুটারটি যে আগামী 2024 সালে লঞ্চ করা হতে পারে সেখানে কোনো সন্দেহ নেই। একইসাথে Activa এর EV ভার্সন নিয়েও আপডেট এসেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী শীঘ্রই Activa এর নতুন বৈদ্যুতিক সংস্করণ নিয়ে আসছে Honda। EV সেগমেন্টে নিজেদের বেস্ট প্রোডাক্ট ‘Activa’ স্কুটারের ইলেক্ট্রিক ভার্সন লঞ্চ করার সম্ভাবনাই বেশি। উন্নতমানের ইলেক্ট্রিক পণ্য নিয়ে আসার জন্য তারা প্ল্যাটফর্ম ‘E’ নামের মিশন চালাচ্ছে। এখন দেখার কবে বৈদ্যুতিন Activa লঞ্চ হয় বাজারে।

Back to top button