TRENDS
Advertisement

Bajaj Chetak : পুজোর আগে 22,000 টাকা সস্তা Bajaj-র এই ইলেকট্রিক স্কুটার, না কিনলে পস্তাবেন

বাজাজ চেতক স্কুটারে পেয়ে যাচ্ছেন এত টাকার ছাড়! পুজোর মরশুমে দারুণ অফার নিয়ে হাজির বাজাজ অটোমোবাইলস

Published By: Ritwik | Published On:

সামনেই পুজো, আর তার জন্য শুরু হবে পুজোর কেনাকাটা। গোটা বাংলা জুড়েই সেই নিয়ে সাজ সাজ রব পড়ে যায়। আর এই উৎসবের মরশুমে মানুষ নতুন কেনাকাটা করে থাকেন। পোশাক পরিচ্ছদের পাশাপাশি গাড়ি কেনার ক্ষেত্রেও দারুণ সময় এটি। আর তাই বিভিন্ন সংস্থা নতুন গাড়ি লঞ্চ করছে তো কেও তাদের গাড়িতে বড় ছাড়ের ঘোষণা করছে। আর সেরকমই এক খবর এসেছে বাজাজের তরফে, সৌজন্যে তাদের চেতক স্কুটার।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
bajaj chetak
bajaj chetak

চেতক ইলেক্ট্রিক স্কুটারটি চলতি বছরেই বাজারে আনে বাজাজ অটো মোবাইলস। তবে এবার গাড়িটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। বেস এবং প্রিমিয়াম, এই দুই ভেরিয়েন্টে গাড়িটি বাজারে লঞ্চ করে বাজাজ। গাড়িটির দাম রাখা হয় 1.22 লক্ষ টাকা থেকে 1.52 লক্ষ টাকা। তবে এবার প্রিমিয়াম ভেরিয়েন্টের দাম 22,000 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজাজ। ফলে চেতকের টপ ভেরিয়েন্টটির বর্তমান দাম হয়েছে 1.30 লক্ষ টাকা, যা গাড়িটিকে বাজারে অন্যান্য গাড়ির থেকে এগিয়ে দেয়।

নিচে দেখে নিন কী কী ফিচারস পাবেন আপনি

ব্যাটারি এবং মাইলেজ : বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের প্রিমিয়াম ভার্সনে রয়েছে 2.9 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই গাড়িটি একবার ফুল চার্জে মোট 108 কিলোমিটার ছুটতে পারবে বলে দাবি সংস্থার। এছাড়া গাড়িটি সর্বোচ্চ 63 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছোটার ক্ষমতা রাখে।Bajaj Chetak : পুজোর আগে 22,000 টাকা সস্তা Bajaj-র এই ইলেকট্রিক স্কুটার, না কিনলে পস্তাবেন

ফিচারস :  LED হেডলাইট, LED টেল লাইট এবং LED টার্ন সিগন্যাল ল্যাম্প দেখা যায় চেতকে। এছাড়া গাড়িটি ফুল চার্জ হতেও মাত্র 4 ঘণ্টা সময় নেয়। ডিস্ক ও ড্রাম, উভয় প্রকারের ব্রেক রয়েছে এই স্কুটারে। সাথে আপনি USB চার্জিং পোর্ট, জিও ফেন্সিং, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার ইত্যাদি। দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন রাইডিং মোডের অপশনও রয়েছে বাইকে।Bajaj Chetak : পুজোর আগে 22,000 টাকা সস্তা Bajaj-র এই ইলেকট্রিক স্কুটার, না কিনলে পস্তাবেন

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রিমিয়াম ভেরিয়েন্টের দাম কমলেও বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারটির বেস ভেরিয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ছাড়ের অফার কিন্তু শুধুমাএ সীমিত সময়ের জন্যই উপলব্ধ। 

About Author