২০১৯ এ একখানা দামি বাইক কিনেছেন সৌরভ গাঙ্গুলি। গাড়ির অভাব নেই তার গ্যারেজে, দামী মার্সিডিজ থেকে BMW, Audi সমস্ত গাড়িই রয়েছে তার। এবার এক দুর্দান্ত বাইক কিনেছেন তিনি। যদিও তাকে বাইকার হিসেবে ভাবেনি কেউই, কিন্তু তিনি নিজের কালেকশনে এক দামী অ্যাডভেঞ্চার বাইক যোগ করেছেন।
সম্প্রতি BMW এর একটি অ্যাডভেঞ্চার বাইক কিনেছেন সৌরভ গাঙ্গুলি। BMW এর 310 GS গাড়িটি নিজেকে ২০১৯ সালে উপহার দিয়েছিলেন মহারাজ।এটি আসলে BMW এর অ্যাডভেঞ্চার সিরিজের অপেক্ষাকৃত কম সিসির বাইক। তবে ভারতে মোটামুটি প্রিমিয়াম বাইক হিসেবেই সুখ্যাতি রয়েছে এই বাইকের। 313 সিসির একটি ইঞ্জিন রয়েছে এখানে।
Passionate on the pitch and off it, India’s former skipper, @SGanguly99, rides home the exhilarating BMW #G310GS to take his adventures to new heights. We wish you many more interesting adventures, Dada. #MakeLifeARide pic.twitter.com/C4dygvk2Sc
— BMWMotorrad_IN (@BMWMotorrad_IN) February 7, 2019
BMW এর এই ইঞ্জিনটি মোট 34 bhp ক্ষমতা তৈরি করতে পারে। সাথে বাইকটি 28nm এ টর্ক ও তৈরি করে। তবে 313 CC এর বাইক হলেও নিজের সেগমেন্টের থেকে বহুখানি এগিয়ে এই বাইকটি। হাই পিক আপ থেকে শুরু করে দারুণ স্টেবিলিটি এবং খুবই মসৃণ এই বাইকটি। লং ডিস্টেন্সের ট্যুরে যাওয়ার কথা ভাবলে এই বাইকের বিষয়ে কল্পনা করতেই পারেন।
পাহাড়ি রাস্তা থেকে শুরু করে গ্রাম বাংলার মেঠো রাস্তা, সমস্ত কিছুর জন্যই একদম আদর্শ এই বাইক। উল্লেখ্য যে, BMW G310 GS-এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় 143 কিলোমিটার। মাত্র 8 সেকেন্ডেই 100 কিমি গতিবেগে পৌঁছে যায় বাইকটি। এছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে উঁচু সিট থাকার কারণে বেশ সুবিধা হবে চালকের।
এবিষয়ে জানিয়ে রাখি যে বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 3.49 লক্ষ টাকা থেকে। যদিও কেনার সময় সব মিলিয়ে অন রোড দম 4 লক্ষ পেরিয়ে যাবে। এছাড়া জানিয়ে দিই যে, এই বাইকটি তৈরিতে bmw কে সাহায্য করে ভারতীয় কোম্পানি TVS।