TVS আপাতত বিশ্বের বৃহত্তম টু-হুইলার এবং থ্রি-হুইলার কোম্পানির একটিতে পরিণত হয়েছে। নিজেদের পোর্টফোলিওতে আধুনিক এবং উন্নতমানের পণ্য যোগ করার জন্য R&D খাতে বিরাট খরচ করতে চলেছে TVS। গত 2021 সালে শুধুমাত্র EV খাতেই সংস্থাটির বিনিয়োগ ছিল 1000 কোটি টাকার। আর তার ফলাফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। বাজারে এসেছে iQube এর মত শক্তিশালী ইলেক্ট্রিক স্কুটার।
2022-23 সালে মোট 10 লাখের থেকেও বেশী বৈদ্যুতিক যানবাহন বিক্রি হয়েছে। আসলে অনেকেই বর্তমানে জ্বালানি চালিত গাড়ির জায়গায় ব্যাটারি চলিত গাড়ি ব্যবহার করছেন। নিত্যকার খরচের পরিমাণও কমেছে তারফলে। আর আপনিও যদি ই স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে TVS iQube একটি দারুণ অপশন।
TVS এর iQube স্কুটারটি একবার চার্জে 100 কিমি পর্যন্ত ছুটতে পারে। আবার গাড়িটির আসন্ন ভার্সনের রেঞ্জ থাকবে 140 কিমি। স্কুটারের টপ স্পিড রয়েছে 80 কিমি প্রতি ঘন্টা। গাড়িটির 3.4kWh এর ব্যাটারি প্যাক 4 থেকে 5 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। TVS এর নতুন স্কুটারে প্রতিদিন যদি 30 কিমি যাতায়াত করা হয় সেই হিসেবে মোট খরচ হবে 3 টাকা। স্কুটারের অন-রোড দাম রয়েছে 1 লক্ষ টাকা।
TVS iQube-এ আপনি 5 ইঞ্চির TFT স্ক্রিন পেয়ে যাবেন, সেখানে ব্যাটারি, রাইডিং ইত্যাদি সহ একাধিক তথ্য দেখা সম্ভব হবে। SmartXonnect অ্যাপের মাধ্যমে কল, SMS এলার্ট, জিওফেন্সিং, নেভিগেশন, রিমোট চার্জ অ্যাসিস্ট ইত্যাদি সুবিধা মিলবে। এছাড়া 3 বছর অথবা 50,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওপর ওয়ারেন্টি মিলবে।