TRENDS
Advertisement

একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দের

দেশের সেরা 5টি মোটরবাইক কিন্তু এগুলোই, কয়েক দশক ধরে মানুষের ভরসা জিতে নিয়েছে এই 5টি মোটরবাইক

Published By: Ritwik | Published On:

চার চাকার ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম বাজার হলেও দুই চাকার ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ভারত। রেকর্ড সংখ্যায় বাইক এবং স্কুটার বিক্রি হয়। কিন্তু এর মধ্যে অনেক মোটরবাইক প্রথমে ভালো হলেও দীর্ঘমেয়াদে ঠিকঠাক পারফর্ম করতে পারেনা। তবে এর মধ্যে কিছু মোটরবাইক এবং স্কুটার রয়েছে যেগুলো গত 2 দশক ধরে বাজারে সেগমেন্ট লিডার হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতের 5 টি ভরসাযোগ্য গাড়ি কোনগুলো।একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দের

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hero Splendor : একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দের79,000 টাকা এক্স শোরুম দামের এই বাইকটি যেমন দামে সস্তা তেমনই দুর্দান্ত মাইলেজ দেয়। গাড়িটির 97.2 সিসির ইঞ্জিন প্রতি লিটারে আপনাকে 70 কিমি মাইলেজ দেবে। 4 স্পিড গিয়ারের সাথে ফুয়েল ইনজেকটেড প্রযুক্তি আপনাকে বেশ সুবিধা করে দেয়। নিত্যকার যাতায়াতে জুড়ি এই Splendor এর।

Royal Enfield Classic : একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দেরঅনেক কোম্পানি এসেছে ঠিকই কিন্তু প্রিমিয়াম মোটরসাইকেল ক্যাটেগরিতে নিজের নাম এবং ব্র্যান্ডের ওপর ভরসা বজায় রেখেছে Royal Enfield। এনফিল্ডের সবথেকে বেশি বিক্রি হওয়া মোটরবাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক। বর্তমানে 1.93 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে বাইকটি বিক্রি হচ্ছে।

Honda Activa : একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দেরস্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, হাই কোয়ালিটি ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার। 76,620 টাকার এক্স-শোরুম দামের সাথে বাজারে পাওয়া যায় স্কুটারটি।

Bajaj Pulsar :  একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দেরবাজাজ পালসার বাইক মানুষের বেশ পছন্দের। মোটামুটি স্পোর্টস ক্যাটেগরির মধ্যেই আসে বাজাজের পালসার লাইনআপ। এখানে আপনি 125 সিসি থেকে 250 সিসি পর্যন্ত ইঞ্জিন পেয়ে যাবেন। বিভিন্ন বাইক রয়েছে পালসার লাইনআপে। আর এই রেঞ্জের গাড়িগুলোর এক্স শোরুম দাম রয়েছে 91,000 টাকা থেকে 1.72 লাখ টাকা পর্যন্ত।

TVS Apache RTR 160 : একবার কিনলেই পাবেন আজীবন সার্ভিস, এই 5টি গাড়িই দেশবাসীর প্রথম পছন্দেরভারতীয় বাজারে TVS Apache RTR 160 বাইকের জনপ্রিয়তা সম্পর্কে নতুন কিছু বলার নেই। গাড়িটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 1.20 লক্ষ টাকা। 159.7 সিসি ইঞ্জিন যুক্ত Apache বাইকটি সর্বোচ্চ 15.8 bhp শক্তি এবং 13Nm টর্ক উত্পাদন করতে সক্ষম।

About Author