দিনদিন জ্বালানির দাম যে হারে বাড়ছে তাতে পেট্রল চালিত গাড়িতে হাত দিতেও ভয় পাচ্ছে সাধারণ মানুষ। আর এই কারণেই টু হুইলার সেক্টরে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পেয়ে চলেছে। এমতাবস্থায় যদি এমন একটা গাড়ির সন্ধান দিই যা আপনি মোবাইলের দামেই কিনতে পারবেন। তবে কি অবিশ্বাস করবেন?
আজকের প্রতিবেদনে আমরা Ujaas eGo LA ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কথা বলছি, যার দাম এবং ডিজাইন সবটাই মধ্যবিত্তের হাতের নাগালে। দামের তুলনায় বাইকটির পারফরম্যান্স-ও দারুন। সবথেকে মজার বিষয় হল, এই ই-বাইকটি কিনতে আপনার যত টাকা খরচ হবে ঐ টাকায় একটি স্মার্টফোন কেনা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের বৈশিষ্ট্য।
প্রথমেই জানাই, স্কুটারটি কিনতে আপনার খরচ হবে মাত্র 34,880 টাকা। ফিচার্সের কথা বললে এতে রয়েছে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, রিমোট স্টার্ট, পুশ বাটন স্টার্ট, অ্যান্টি থেফট অ্যালার্ম, হুইল লকিং মেকানিজম, ফাইন্ড মাই স্কুটার, এলইডি হেডলাইট, এলইডি। এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প এবং লো ব্যাটারি ইন্ডিকেটরের মতো টেললাইটের মত উন্নত প্রযুক্তি দেওয়া হয়েছে এতে।
রেঞ্জ সম্পর্কে বললে এতে রয়েছে 60V, 26Ah ক্ষমতার লিড অ্যাসিড ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সাথে 250 ওয়াট পাওয়ার সহ একটি বৈদ্যুতিক মোটর মুক্ত রয়েছে। ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। সংস্থাটির দাবি, স্কুটারটি সিঙ্গেল চার্জে 75 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এবং এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি 25 কিলোমিটার প্রতি ঘন্টা।
ব্রেক সিস্টেমের কথা বললে, উজাস ইলেকট্রিক স্কুটারের সামনের এবং পিছনের উভয় চাকায় ড্রাম ব্রেকের সংমিশ্রণ দেওয়া হয়েছে, যার সাথে কম্বি ব্রেকিং সিস্টেম পাওয়া যায়। স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে হাইড্রোলিক সাসপেনশন পায়। দামের কথা বললে, স্কুটারটির প্রারম্ভিক 34,880 টাকা (এক্স শোরুম)। এবং স্কুটারটির টপ মডেলটির দাম প্রায় 39,880 টাকা (এক্স শোরুম)।