ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে দারুণ বাইক এনেছে TVS Motors। নতুন TVS Sport বাইকটি আপনার জন্য দারুণ প্রমাণিত হতে পারে। গাড়িটির মাইলেজ এবং আরামদায়ক রাইডের জন্যই এত নামডাক। কিন্তু জানেন কি একদম সস্তায় কিনতে পারেন এই দুর্দান্ত বাইকটি, চলুন সেকথাই জানাচ্ছি আপনাদের।
হালকা ওজন কিন্তু স্পোর্টি ডিজাইন এবং সেরা মাইলেজের সাথে আসে এই বাইকটি। কম বাজেটে উন্নতমানের বাইক মিমগে চাইলে TVS Sport আপনার জন্য সেরা প্রমাণিত হবে। কী কী ফিচারস রয়েছে আগে সেগুলো দেখে নেওয়া যাক চলুন।
ইঞ্জিন : TVS Motors এর এই বাইকে আপনি 109.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন। সাথে বাইকটি 8.29 PS শক্তি এবং 8.7 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। 4 গতির গিয়ার বক্সের সাথে মোট 73 কিমি মাইলেজ দেয় TVS Spor।
দাম : TVS Sport বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 63,900 টাকা থেকে। অন রোড দাম পড়বে 75,016 টাকা।
কী ফাইন্যান্স প্ল্যান রয়েছে : আপনি যদি পুরো টাকা একবারে দিতে না পারেন তাহলেও ক্ষতি নেই। ফাইন্যান্সের মাধ্যমে গাড়িটি কিনতে পারেন আপনি। মাত্র 7,500 টাকা ডাউন পেমেন্ট করেই বাইকটি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মোট 67,516 টাকার ঋণ নিতে হবে। তিন বছরের জন্য ঋণ নিলে আপনাকে 9.7% সুদের হারের সাথে প্রতি মাসে 2169 টাকার EMI দিতে হবে।