TRENDS
Advertisement

দীপাবলির টাইমে বাড়ি আনুন 125 সিসির এই তিনটি বাইক, আনন্দ হবে ডবল মাইলেজ দেবে ভরপুর

125 সিসির এই সেরা তিনটি বাইক দেবে টপ মাইলেজ, তালিকা দেখে নিন

Published By: Ritwik | Published On:

বাজারে 100 সিসি থেকে 125 সিসি সেগমেন্টে একগুচ্ছ বাইক রয়েছে। টু হুইলারের মস্ত বড় বাজারে আজ আমরা জানাবো আপনার জন্য সেরা কোনগুলো। কম বাজেটে সেরা মাইলেজ এবং পারফরম্যান্স দেয় এই তিনটি বাইক। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) Bajaj City 110X দীপাবলির টাইমে বাড়ি আনুন 125 সিসির এই তিনটি বাইক, আনন্দ হবে ডবল মাইলেজ দেবে ভরপুর

ইঞ্জিন: 115.45cc পেট্রোল ইঞ্জিন
শক্তি: 8.6 PS
এক্স-শোরুম দাম: 69,216 টাকা
ভেরিয়েন্ট: বর্তমানে একটি ভেরিয়েন্টে উপলব্ধ
জ্বালানী ট্যাঙ্ক: 11 লিটার
মাইলেজ: 70 kmpl

২) TVS Sport দীপাবলির টাইমে বাড়ি আনুন 125 সিসির এই তিনটি বাইক, আনন্দ হবে ডবল মাইলেজ দেবে ভরপুর

ইঞ্জিন: 109.7cc
শক্তি: 8.2 hp
এক্স শোরুম দাম: 59,431 টাকা থেকে 69,090 টাকা।
ভেরিয়েন্ট: তিনটি ভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়
জ্বালানী ট্যাঙ্ক: 10 লিটার
মাইলেজ: 68 kmpl এর মাইলেজ প্রদান করে

৩) Hero HF Deluxe দীপাবলির টাইমে বাড়ি আনুন 125 সিসির এই তিনটি বাইক, আনন্দ হবে ডবল মাইলেজ দেবে ভরপুর

ইঞ্জিন: নতুন প্রজন্মের 97.2cc BS6 ইঞ্জিন দিয়ে সজ্জিত Hf Deluxe।
শক্তি: 7.91 bhp
এক্স শোরুম দাম: 62,862 টাকা।
ভেরিয়েন্ট: ছয়টি ভেরিয়েন্টে পাওয়া যায়
টর্ক: 8.05 Nm
জ্বালানী ট্যাঙ্ক: 9.6 লিটার
মাইলেজ: 65 kmpl এর মাইলেজ দেয়।

About Author