TRENDS
Advertisement

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে একাধিক 440-450 সিসির বাইক। বাইকপ্রেমীদের মুখে ফুটবে হাসি।

Published By: Ritwik | Published On:

ভারতের বাজার এখন বাইকে বাইকময়। রাস্তায় বের হলে যতনা মানুষ দেখতে পাবেন তার চেয়ে অনেক বেশি বাইক দেখতে পাবেন। গ্রাহক চাহিদা মাথায় রেখে কোম্পানিগুলি একটার পর একটা নতুন নতুন বাইক লঞ্চ করে চলেছে। আগামি এক বছরের মধ্যেই 400 থেকে 450 সিসি মোটরসাইকেল সেগমেন্টে বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন বাইক দেখতে পাবেন। চলুন দেখে নিই বিস্তারিত তথ্য।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Royal Enfield Himalayan 450 :

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

Royal Enfield ভারতে আগস্টের শেষের দিকে নিউ জেনারেশনের বুলেট 350 নিয়ে আসবে। খুব সম্ভবত Himalayan 450 কে অনুসরণ করবে এই বাইকটি। নতুন এই রয়্যাল এনফিল্ডে যে ইঞ্জিন দেওয়া হবে তা সর্বোচ্চ 40 bhp শক্তি উৎপাদন করতে সক্ষম হবে।

2. Triumph Scrambler 400X :

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

আসন্ন অক্টোবরেই বাজারে হিট করবে এই বাইক। সদ্য লঞ্চ হওয়া Speed 400 এর মত একই হাইব্রিড প্যারামিটারে রাখা যায় এই গাড়িটিকে। এতে রয়েছে লম্বা হুইলবেস, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লঙ্গার ট্রাভেল সাসপেনশন।

3. New Gen KTM 390 Duke :

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

থার্ড জেনারেশনের KTM 390 Duke সম্ভবত 2024 সালের প্রথম দিকে ভারতের বাজারে আসার আগেই বিশ্ববাজারে লঞ্চ করবে। এতে একটি ভারী আপডেটেড প্লাটফর্ম ও একটি নতুন সুইংআর্ম এবং সাবফ্রেম থাকবে। এতে রয়েছে 399 সিসি লিকুইড-কুলড ইঞ্জিন যা 373 সিসি মোটরের চেয়ে বেশি শক্তি এবং টর্ক তৈরি করতে সক্ষম।

4. Royal Enfield Hunter 450 :

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

Triumph Speed 400-এর সাথে প্রতিযোগিতা করতে আসছে রয়্যাল এনফিল্ড হান্টার 450। এটি খানিকটা হিমালয়ান 450-এর থেকে অনুপ্রাণিত। এতে রয়েছে নিও রেট্রো রোডস্টার এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটর, অল-ডিজিটাল ক্লাস্টার, স্প্লিট । সিট, সাইড-মাউন্ট করা এক্সস্ট, 17-ইঞ্চি চাকা, USD ফ্রন্ট ফর্ক, ইত্যাদি। গাড়িটির দাম প্রায় Rs. 2.4 লক্ষ (এক্স-শোরুম)। আগামী বছরের প্রথমার্ধে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

5. Hero 440 CC Bike :

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

হার্লে-ডেভিডসনের সাথে পার্টনারশিপের সাথে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলটি সম্ভবত মার্চ 2024 সালের মধ্যে বাজারে চলে আসবে৷ এটি ইয়ামাহা MT-01 থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি একটি পাওয়ার ক্রুজার। এতে রয়েছে 440 সিসি সিঙ্গেল সিলিন্ডার৷

About Author