TRENDS
Advertisement

BMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্স

ভারতে রেসিং বাইকের বাজার বেশ বড় হয়েছে। আজকাল কমিউটার বাইকের জায়গায় ক্রুজার, অ্যাডভেঞ্চার, রেসিং এবং স্পোর্টস বাইকের জনপ্রিয়তা বেড়েছে বহুলাংশে। আর এক্ষেত্রে বড় প্রতিদ্বন্দ্বী BMW Motorrad এবং Honda Motors। দুই…

Published By: Ritwik | Published On:

ভারতে রেসিং বাইকের বাজার বেশ বড় হয়েছে। আজকাল কমিউটার বাইকের জায়গায় ক্রুজার, অ্যাডভেঞ্চার, রেসিং এবং স্পোর্টস বাইকের জনপ্রিয়তা বেড়েছে বহুলাংশে। আর এক্ষেত্রে বড় প্রতিদ্বন্দ্বী BMW Motorrad এবং Honda Motors। দুই সংস্থাই নিজেদের রেসিং বাইক লঞ্চ করেছে ভারতের বাজারে, আর দুটিই বেশ জনপ্রিয়। কিন্তু BMW S 1000 RR এবং Honda CBR1000RR-R এর মধ্যে কোনটি নেবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda CBR1000RR-R ফায়ারব্লেডBMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্স

এই বাইকে শক্তিশালী 1000 cc ইঞ্জিন দিয়েছে Honda। চারচাকাও পাত্তা পাবেনা Honda এর এই গাড়ির সামনে। 1000 সিসির ইঞ্জিন মোট 215bhp শক্তি উৎপন্ন করে যা বাইকটিকে সর্বোচ্চ 299kmph এর গতিতে পৌঁছে দেয়। আর মাত্র 2.9 সেকেন্ডেই গাড়িটি 0 থেকে 100kmph গতিতে পৌঁছতে পারে।BMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্স

201 কেজি ওজনের এই বাইকের দাম শুরু হচ্ছে 23,72,222 লক্ষ টাকা (Ex showroom) থেকে। 16.1 লিটারের বড় জ্বালানি ট্যাংক সহ গাড়িটি লম্বা দূরত্ব যাওযার জন্যও বেশ আদর্শ। এখানে আপনি ইলেকট্রনিক্স প্যাকেজ, থ্রটল-বাই-ওয়্যার, তিনটি রাইডিং মোড, ABS, হুইল কন্ট্রোল, Honda Selectable Torque Control (HSTC) এবং লঞ্চ কন্ট্রোলের মতো সুবিধা পেয়ে যাবেন।

BMW S 1000 RRBMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্স

999 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে এই বাইকে। গাড়িটি মোট 212.91 PS এর শক্তি উৎপন্ন করে এবং সেটি 113 Nm এর পিক টর্ক তৈরি করতে সক্ষম। BMW S 1000 RR-এএকটি টুইন-স্পার অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। 1000 সিসির এই বাইক আপনাকে 15.62 Kmpl মাইলেজও দেয়। সাথে গাড়িটির অ্যারোডায়নামিক্স আপনাকে চলতে সাহায্য করবে।

BMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্সBMW এর এই বাইকের দাম শুরু হচ্ছে 20.25 লক্ষ টাকা (Ex-Showroom) থেকে যা পৌঁছায় 24.45 লক্ষ টাকা (Ex-Showroom) পর্যন্ত। 45 mm এর USD ফর্ক এবং মনোশক সাসপেনশন রয়েছে বাইকটিতে। ব্লুটুথ কানেকটিভিটির সাথে 6.5-ইঞ্চির রঙিন TFT ইন্সট্রুমেন্ট কনসোল আপনাকে সুবিধা দেবে।

About Author