Read In
Whatsapp
Bike News

সেয়ানে সেয়ানে টক্কর নতুন Himalayan 450 এবং BMW G 310 GS এর, প্রতিযোগিতায় এগিয়ে কোন বাইক? দেখে নিন এখানে

Royal Enfield এর নতুন Himalayan 450 বাইকের লেটেস্ট স্পেসিফিকেশন সামনে এসেছে। বেশ অনেকটা সময় পর Himalayan এর নতুন ভার্সন লঞ্চ করেছে Royal Enfield। এর আগে আমরা আপনাদের জানিয়েছি KTM 390 Adventure এর সাথে মোকাবিলায় কেমন অবস্থায় রয়েছে বাইকটি। আজ দেখে নেবো BMW এর G310 GS এর সাথে মোকাবিলায় বাইকটি কেমন অবস্থানে রয়েছে।

1) Powertrain

বাইক  BMW G 310 GS Royal Enfield Himalayan 450
ইঞ্জিন  312 cc লিকুইড কুল DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন 452 cc লিকুইড কুল DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন 
শক্তি  34hp 40 hp 
টর্ক  28 Nm 40 Nm 
ট্রান্সমিশন  6-speed 6-speed

 

2) Hardware 

বাইক  Royal Enfield Himalayan 450 BMW G 310 GS
সামনের সাশপেনশন  43 মিমি ইউএসডি ফর্ক 39 মিমি ইউএসডি ফর্ক
পিছনের  সাশপেনশন মনোশক সাশপেনশন মনোশক সাশপেনশন
ব্রেক  সামনে 320 mm ডিস্ক ব্রেক, পিছনে 270 mm ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল ABS সামনে 300 mm ডিস্ক ব্রেক, পিছনে 240 mm ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল ABS
কার্ব ওয়েট 196 kg 175kg

 

3) Price: দামের ক্ষেত্রে Royal Enfield এর বাইকটি টেক্কা দেবে BMW কে। কারণ স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে উপলব্ধ BMW G 310 GS হল বাইকটির এক্স শোরুম দাম 3.30 লক্ষ টাকা। সেখানে নতুন রয়্যাল এনফিল্ড Himalayan এর  এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.69 লক্ষ টাকা থেকে

Back to top button