TRENDS
Advertisement

পুজোর সময় বাজারে আসছে নতুন শক্তিশালী এই বাইকগুলো, সাধ্যের মধ্যেই মিটবে সুপারবাইকের শখ!

একগুচ্ছ শক্তিশালী বাইক নিয়ে হাজির বাইক নির্মাতা সংস্থাগুলো। তালিকা দেখে নিন এখানে

Published By: Ritwik | Published On:

পুজোর আগেই বড়সড় আপডেট এসেছে বাজারে। খবর আসছে একাধিক কোম্পানি তাদের নতুন বাইক নিয়ে হাজির হয়েছে মার্কেটে। এসেছে বহুল প্রতীক্ষিত Yamaha R3 এবং MT-03, Aprilia। কিন্তু 450 সিসি সেগমেন্টকে আরো জমিয়ে তুলতে বাজারে আসছে নতুন বাইক। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Royal Enfield Himalayan 452: পুজোর সময় বাজারে আসছে নতুন শক্তিশালী এই বাইকগুলো, সাধ্যের মধ্যেই মিটবে সুপারবাইকের শখ!
নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 450 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 PS শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়। 2.6 লক্ষ টাকার এক্স শোরুম দামে লঞ্চ হতে পারে Himalayan 452।

Triumph Scrambler 400X: পুজোর সময় বাজারে আসছে নতুন শক্তিশালী এই বাইকগুলো, সাধ্যের মধ্যেই মিটবে সুপারবাইকের শখ!
Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন সহ আসছে Triumph Scrambler 400X। মোট 40 PS শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Scrambler এর ইঞ্জিন। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে Himalayan 450 এবং KTM 390 Adventure এর সাথে প্রতিযোগিতায় নামবে Triumph Scrambler 400X। এক্স শোরুম দাম থাকতে পারে 2.80 লক্ষ টাকার আশেপাশে।

Royal Enfield Hunter 450: পুজোর সময় বাজারে আসছে নতুন শক্তিশালী এই বাইকগুলো, সাধ্যের মধ্যেই মিটবে সুপারবাইকের শখ!
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield।

Hero 440 CC Bike: পুজোর সময় বাজারে আসছে নতুন শক্তিশালী এই বাইকগুলো, সাধ্যের মধ্যেই মিটবে সুপারবাইকের শখ!
Hero এবং হার্লে-ডেভিডসনের সহযোগিতায় বাজারে এসেছে নতুন X440। এবার Hero তাদের 440 সিসির নতুন বাইক লঞ্চ করবে বাজারে। লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে যে, এটি একটি পাওয়ার ক্রুজার হবে, যা Yamaha MT-01 এর থেকে অনুপ্রেরণা নেবে। HD X440 বাইকে 440 cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার- এবং ওয়েল-কুলড ইঞ্জিন থাকবে। চলতি বছরের শেষের দিকে বাইকটি বাজারে আসতে পারে। i

About Author