TRENDS
Advertisement

পুজোর সময় বাজারে আসছে 350-400 সিসির এই বাইকগুলো, পাবেন দমদার পারফরম্যান্স! দাম মাত্র এত

একগুচ্ছ শক্তিশালী বাইক নিয়ে হাজির বাইক নির্মাতা সংস্থাগুলো। ৩৫০-৪০০ সিসির কোন বাইক আসছে শিঘ্রইদেখে নিন এখানে

Published By: Ritwik | Published On:

পুজোর আগেই বড়সড় আপডেট এসেছে বাজারে। একাধিক কোম্পানি তাদের নতুন বাইক নিয়ে হাজির হয়েছে মার্কেটে। আসেছে বহুল প্রতীক্ষিত Yamaha R3 এবং MT-03, Aprilia। কিন্তু 450 সিসি সেগমেন্টকে আরো জমিয়ে তুলতে বাজারে কোন কোন বাইক আসছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Hero Xpulse 210: পুজোর সময় বাজারে আসছে 350-400 সিসির এই বাইকগুলো, পাবেন দমদার পারফরম্যান্স! দাম মাত্র এত Hero Xpulse হল একটি দারুণ অফ-রোডার বাইক। হাইওয়ে নয়, Xpulse যেন তৈরীই হয়েছে অরোডিংয়ের জন্য শক্তিশালী ইঞ্জিন, উন্নত সাসপেনশন সবই রয়েছে Hero Xpulse এ। Xpulse বাইকে লম্বা ফর্ক পাওয়া যায়। এছাড়া বাকি দুটি বাইক যেখানে রোড ফোকাসড সেখানে Hero Xpulse তৈরি হয়েছে Off-road এর জন্য। বাইকটির দাম শুরু হচ্ছে 1.45 লক্ষ টাকা থেকে।

2. Yamaha R3 এবং MT-03: পুজোর সময় বাজারে আসছে 350-400 সিসির এই বাইকগুলো, পাবেন দমদার পারফরম্যান্স! দাম মাত্র এত ডিসেম্বর মাসের দিকে লঞ্চ হতে পারে Yamaha এর বাইক দুটি। Yamaha R3 এবং সেটির ন্যাকেড স্ট্রিট ফাইটার ভার্সন MT-03। বাইক দুটিতে 321cc প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে যা 41.6 hp এবং 29.6 Nm উৎপাদন করতে সক্ষম। Yamaha এর প্রিমিয়াম ব্লু-স্কোয়ার ডিলার নেটওয়ার্কে বাইকটি বিক্রি হবে।

3. বাজাজ পালসার NS400: পুজোর সময় বাজারে আসছে 350-400 সিসির এই বাইকগুলো, পাবেন দমদার পারফরম্যান্স! দাম মাত্র এত Dominar 400-এর ওপর ভিত্তি করে আসছ Pulsar NS 400। সেখানে 373 cc লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে। যদিও বাইকটি Dominar এর পরিবর্তে NS200-এর মতো ফ্রেমেই আসবে। LED আলো, USD ফর্ক এবং সম্ভবত একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। আগামী বছরেরসুরুর ডিকে বাইকটি বিক্রি হবে৷

4. রয়্যাল এনফিল্ড ক্লাসিক ববার 350: bobberRoyal Enfield Bobber 350 : নতুন বাইক নিয়ে আসছে Royal Enfield। তবে নতুন এই বাইকটির নির্মাণ হবে Classic 350-এর উপর ভিত্তি করে। সম্প্রতি গাড়িটির কাভার ছাড়া স্পাই টেস্টিংয়ে ধরাও পড়েছে। সেখানে নতুন ডিজাইনের সাথে সাথে একদম নয়া এপ হ্যাঙ্গার টাইপ হ্যান্ডেলবার, রাউন্ড হেডল্যাম্প, টিয়ারড্রপ ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক, ডুয়াল স্প্লিট ফ্লোটিং সিট দেখা যাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই রাস্তায় নামবে বাইকটি।

5. Triumph Scrambler 400X: পুজোর সময় বাজারে আসছে 350-400 সিসির এই বাইকগুলো, পাবেন দমদার পারফরম্যান্স! দাম মাত্র এত Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন সহ আসছে Triumph Scrambler 400X। মোট 40 bhp শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Scrambler এর ইঞ্জিন। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে Himalayan 450 এবং KTM 390 Adventure এর সাথে প্রতিযোগিতায় নামবে Triumph Scrambler 400X। এক্স শোরুম দাম থাকতে পারে 2.80 লক্ষ টাকার আশেপাশে।

About Author