TRENDS
Advertisement

পুজোর আগেই বড় চমক হোন্ডার, CB 300R-র নতুন ভার্সনের দাম কমল 34,000 হাজার !

এবার স্পোর্টস বাইক মিলবে আরো সস্তায়, CB 300R কিনতে পারেন নাম মাত্র বাজেটে!

Published By: Ritwik | Published On:

সদ্যই বাজারে নতুন বাইক লঞ্চ করেছে Honda। নেকেড স্ট্রিট বাইক CB 300R এর নতুন ভার্সন এসেছে বাজারে। বিগত সময়ে অন্যান্য বহু মডেলের নতুন ভার্সন লঞ্চ করেছে Honda। এবার তারা নিয়ে এসেছে CB 300R এর লেটেস্ট ভার্সন। আরো বেশি স্পেসিফিকেশন এবং আপডেটেড ডিজাইন রয়েছে সেখানে। পুজোর আগেই বড় চমক হোন্ডার, CB 300R-র নতুন ভার্সনের দাম কমল 34,000 হাজার !

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

উল্লেখযোগ্য ভাবে নতুন বাইকের দাম বাড়ার পরিবর্তে দাম কমে গিয়েছে। আগের মডেলের তুলনায় 34,000 টাকা দাম কমেছে CB 300R এর। বাইকের দাম কমার কারণ নিয়ে অবশ্য তেমন কিছুই জানায়নি কোম্পানি। তবে এবার মাত্র 2.40 লাখ টাকা তেই বাইকটি লঞ্চ হয়েছে। তাহলে কী কী যুক্ত হয়েছে নতুন বাইকে?

প্রথমেই পরিবর্তন হয়েছে ইঞ্জিনে। লেটেস্ট BS6, OBD2A ইঞ্জিন যুক্ত হয়েছে বাইকে। যদিও মেকানিক্যালি অন্য কোনো পরিবর্তন নেই সেখানে। তবে নতুন রং এবং গ্রাফিক্স থাকছে বাইকে। পার্ল স্পার্টান রেড এবং ম্যাট ম্যাসিভ গ্রে মেটালিক রঙের সাথে আরো বেশী দুর্ধর্ষ লাগছে নতুন বাইক।

পুজোর আগেই বড় চমক হোন্ডার, CB 300R-র নতুন ভার্সনের দাম কমল 34,000 হাজার !

ইঞ্জিন এবং পাওয়ারট্রেন
Honda CB300R বাইকে 286 সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এটি সর্বোচ্চ 30.7 hp এবং 27.5 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্স যুক্ত থাকবে ইঞ্জিনের সাথে। এছাড়া ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ফিচারস থাকবে।

About Author