TRENDS
Advertisement

বছর শেষের সেরা অফার, বিপুল সস্তা হয়ে গেল Triumph Speed 400! দেখুন কত ছাড় মিলবে নতুন বাইকে

কিছু সময় আগেই বাজারে লঞ্চ হয়েছে নতুন Triumph Speed 400। Bajaj এবং Triumph এর যুগ্ম উদ্যোগে বাজারে আসে নতুন বাইক। শুরু থেকেই তরুণ বাইক প্রেমীদের মধ্যে বেশ ছাপ ফেলে Speed…

Published By: Ritwik | Published On:

কিছু সময় আগেই বাজারে লঞ্চ হয়েছে নতুন Triumph Speed 400। Bajaj এবং Triumph এর যুগ্ম উদ্যোগে বাজারে আসে নতুন বাইক। শুরু থেকেই তরুণ বাইক প্রেমীদের মধ্যে বেশ ছাপ ফেলে Speed 400। এবার খবর আসছে Speed 400 এর ওপর বিপুল ছাড় দিয়েছে কোম্পানি। চলুন কত কি ছাড় পাবেন দেখে নেওয়া যাক। বছর শেষের সেরা অফার, বিপুল সস্তা হয়ে গেল Triumph Speed 400! দেখুন কত ছাড় মিলবে নতুন বাইকে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গত জুলাই মাসেই লঞ্চ হয় নতুন Speed 400। 398 সিসির ইঞ্জিন সমেত বেশ সাড়া ফেলে বাজারে আসে Triumph এর সবচেয়ে সস্তা বাইক। শুরুতে কোম্পানির তরফে ঘোষণা করা হয় যে, প্রথম 10,000 গ্রাহক বাইকটির ওপর 10,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এবার সেই অফার 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে Triumph।

বছর শেষের সেরা অফার, বিপুল সস্তা হয়ে গেল Triumph Speed 400! দেখুন কত ছাড় মিলবে নতুন বাইকে

উল্লেখ্য যে, Speed 400 বাইকের এক্স শোরুম দাম 2.33 লাখ টাকা। তবে আগামী 31 ডিসেম্বর অবধি দামের উপর 10,000 টাকার ছাড় পাওয়া যাবে। 1 জানুয়ারি থেকে আবার আগের দামেই পাওয়া যাবে বাইকটি। Speed 400 এর সাথে বাজারে আসে Scrambler 400। তবে সেই বাইকে কোনো ছাড় নেই। Scrambler 400 কিনতে হলে 2.63 লক্ষ টাকাই খরচ করতে হবে আপনাকে।

বছর শেষের সেরা অফার, বিপুল সস্তা হয়ে গেল Triumph Speed 400! দেখুন কত ছাড় মিলবে নতুন বাইকে

ইঞ্জিন ও স্পেসিফিকেশন
Speed 400 গাড়িতে রয়েছে 398 সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 39.5 hp শক্তি এবং 39 Nm টর্ক উত্পন্ন করতে সক্ষম। 6 স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট স্লিপার ক্লাচের সাথে যুক্ত ইঞ্জিনটি। Speed 400 বাইকের সর্বোচ্চ গতি রয়েছে 170 kmph। বাইকের উভয় চাকাতেই ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং ডিস্ক ব্রেক দ্বারা সজ্জিত।

About Author