TRENDS
Advertisement

শীঘ্রই আসছে বাজাজের নতুন শক্তিশালী বাইক, সাধ্যের মধ্যে দামেই মিলবে দারুণ ফিচারস

ভারতে স্পোর্টস বাইকের চাহিদা আগের চেয়ে অনেকাংশে বাড়লেও আজও কমিউটার বাইকের চাহিদাই সবচেয়ে বেশি। অধিকাংশ মানুষই পয়সা বাঁচিয়ে চলতে ভালোবাসেন। আর তাই জনগণের কাছে সাশ্রয়ী মূল্যের বাইক গুলোই অধিক পছন্দের।…

Published By: Ritwik | Published On:

ভারতে স্পোর্টস বাইকের চাহিদা আগের চেয়ে অনেকাংশে বাড়লেও আজও কমিউটার বাইকের চাহিদাই সবচেয়ে বেশি। অধিকাংশ মানুষই পয়সা বাঁচিয়ে চলতে ভালোবাসেন। আর তাই জনগণের কাছে সাশ্রয়ী মূল্যের বাইক গুলোই অধিক পছন্দের। আর এই সেগমেন্টে একটি দারুণ অপশন Platina 125। শীঘ্রই আসছে বাজাজের নতুন শক্তিশালী বাইক, সাধ্যের মধ্যে দামেই মিলবে দারুণ ফিচারস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন Platina বাইক যেমন শক্তিশালী তেমনই ফিচার রয়েছে সেখানে। মজবুত ইঞ্জিনের সাথে আকর্ষণীয় ডিজাইনের কারণে গাড়িটির বিক্রিও বেশ দারুণ। এরমধ্যেই খবর এসেছে যে, শীঘ্রই একটি নতুন ডিজাইন নিয়ে কাজ করছে বাজাজ। যদিও এই নিয়ে বিশেষ কিছু জানায়নি Bajaj তবে কিছু তথ্য বাইরে এসেছে।

এখনো অবধি জানা যাচ্ছে যে, বাজাজের আসন্ন বাইকটি কমিউটার ক্যাটেগরির হতে চলেছে। বাইকে 124.3cc এর ইঞ্জিন থাকতে চলেছে। ইঞ্জিনটি এয়ার কুলড সিস্টেমের মতো নতুন ফিচার দিয়ে সজ্জিত করা যেতে পারে। সাথে বাইকের মাইলেজ সম্পর্কে বলা হচ্ছে যে শক্তিশালী ইঞ্জিন হওয়ার সাথে সাথে 60-70 kmpl মাইলেজ দিতে সক্ষম হবে।

শীঘ্রই আসছে বাজাজের নতুন শক্তিশালী বাইক, সাধ্যের মধ্যে দামেই মিলবে দারুণ ফিচারস

বাজাজের এই বাইকে, আপনাকে ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ABS সিস্টেম, ফুয়েল গেজ, ইউএসবি মোবাইল চার্জার, স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ওডোমিটারের মতো আধুনিক ফিচারস থাকতে পারে। বাইকটি এখনো বাজারে না আসার কারণে দাম সম্পর্কে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, নতুন বাইকের দাম থাকবে 85 হাজার টাকার আশেপাশে।

About Author