অটোমোবাইলের মার্কেটে বড় নাম Bajaj Auto। কোম্পানির Sub-brand বাজাজ বিগত বহু সময় ধরেই বেস্ট সেলিং বাইকের তালিকায় রয়েছে। প্রতি বছরই উল্লেখযোগ্য বিক্রি বাড়ছে বাইকগুলোর। এবার খবর আসছে শীঘ্রই বাজারে আসছে পালসারের নতুন মডেল! তাও আবার এক দুইটি নয়, ছয়টি নতুন Pulsar লঞ্চ করবে বাজাজ।
আগামী মার্চের মধ্যেই ঘোষণা হতে চলেছে বাজাজের নতুন বাইকের। আসন্ন বাইকগুলো মধ্যে থাকতে চলেছে N150, N160, N250 এবং F250-এর আপডেট সংস্করণ। এসবের সাথেই বাজাজ লঞ্চ করবে তাদের সবচেয়ে বড় Pulsar বাইক, NS 400। যদিও মার্চের মধ্যেই সেটি লঞ্চ হবে কিনা তা জানা যায়নি এখনো।
বাজাজ অবশ্য কেবল Pulsar এই থেমে নেই। স্কুটারের বাজারে নিজেদের আরো প্রসারিত করতে নতুন মডেল লঞ্চ করবে তারা। 125 সিসি সেগমেন্টের স্কুটারের বিক্রির তালিকায় বাজাজের শেয়ার বেড়েছে 31% (গত ডিসেম্বর 2023 এর হিসেব)। এর মধ্যে রয়েছে Chetak। কিছুসময় আগেই ব্র্যান্ডটি নতুন Chetak Urbane এবং Premium লঞ্চ করার পর এবার তারা আরো একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
আবার Bajaj এর সাথে অংশীদারিত্বে তৈরি হচ্ছে নতুন Triumph Speed 400 এবং Scrambler 400। এই দুই বাইকের বিক্রিও বেশ ভালো। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কোম্পানিটি এসব বাইকের উৎপাদন বাড়াতে যাচ্ছে। বর্তমানে, প্রতি মাসে তাদের উত্পাদন প্রায় 10,000 ইউনিট, যা নতুন আর্থিক বছরের প্রথমার্ধে বেড়ে হবে প্রায় 30,000 ইউনিট।
এসবের মধ্যেই বাজাজ আবার সিদ্ধান্ত নিয়েছে CNG বাইক আনার। নিজেদের কেবলমাত্র পেট্রোল এবং বৈদ্যুতিক মার্কেটেই আবদ্ধ না রেখে CNG নিয়েও কাজ করছে তারা। আগামী বছরই বাইকটি লঞ্চ হয়ে পারে। আশা করা যাচ্ছে বাইকটির দাম থাকবে সাধ্যের মধ্যেই। CNG বাইকটি বাজারে এলে সেটি গেম চেঞ্জার হতে পারে।