
বাইক চালানোর সময় পেট্রোলের দাম নিয়ে কিছুটা হলেও উদ্বেগে আমজনতা। এরইমধ্যে খবর আসে যে, শীঘ্রই CNG চালিত বাইক লঞ্চ করবে Bajaj। রিপোর্ট জানাচ্ছে Bajaj অটোমোবাইলস CNG প্রোটোটাইপ নিয়ে কাজ চালাচ্ছে। একটি LPG ভেরিয়েন্টও আসতে পারে বাজারে। এই পদক্ষেপ বাইকের পিছনে খরচের অংক কমিয়ে দেবে অনেক খানি।
অটোকার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রথম বাজাজ সিএনজি মোটরসাইকেল হতে পারে প্লাটিনা। ব্রুইজার E101 কোডনেমের সাথে কাজ চালাচ্ছে বাজাজ। ঔরঙ্গাবাদ প্ল্যান্টে বাইকটির উৎপাদন শুরু করতে পারে বাজাজ। আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে বাইকটি বাজারে লঞ্চ হতে পারে।
বাজাজ অটোর ইডি রাকেশ শর্মা আমদানি রোধ করতে এবং দূষণ কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় কোম্পানির প্রতিশ্রুতি সম্পর্কে ব্যক্ত করেন। বাজাজ বৈদ্যুতিক যানবাহন (EV), ইথানল, এলপিজি এবং সিএনজি সহ “ক্লিনার ফুয়েল” এর পরিসরের সাথে তার পোর্টফোলিওর প্রচার এবং প্রসার করবে। বার্ষিক 100,000 এর বেশি CNG মোটরসাইকেল তৈরি হবে প্ল্যান্ট থেকে।
বর্তমানে, বাজাজ প্লাটিনাতে 102 সিসি ইঞ্জিন রয়েছে। গাড়িটির টপ স্পিড 90 কিমি/ঘন্টা। 4-গতির গিয়ারবক্সের সাথে 7.9 PS শক্তি এবং 8.9 Nm টর্ক উৎপন্ন করে বাইকটি। প্লাটিনাতে আরামদায়ক আসন সহ চারটি ভিন্ন রঙের বিকল্পে পাবেন। বাইকের সামনে এবং পিছনে, উভয় চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে নিরাপত্তার জন্য।