ভারতে কমিউটার বাইকের সেগমেন্টে দারুণ কিছু বাইক রয়েছে Bajaj এর। স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার বাইকের সাথে সাথে কমিউটার রেঞ্জেও বেশ কিছু দারুণ বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে কোম্পানি। মূলত Platina এবং CT, এই দুই সিরিজের অধীনে কমিউটার বাইক লঞ্চ করে বাজাজ।
আজ আমরা বাজাজের CT লাইন আপের নতুন একটি বাইক সম্পর্কে জানাতে চলেছি। Bajaj সদ্যই CT লাইনআপের CT 125 লঞ্চ করেছে। 125 সিসি ইঞ্জিন সমেত দারুণ স্পেসিফিকেশনের সাথে খুব কম দামেই উপলব্ধ বাইকটি। মাত্র 69 টাকা দামের সাথে CT 125 দারুন অপশন।
Bajaj CT 125CC এর আশ্চর্যজনক ফিচারস
1) আপডেট টেকনোলোজি সহ হ্যালোজেন হেডলাইট
2) দুর্দান্ত ছবি সহ ফুল বডি গ্রাফিক্স
3) অ্যালয় হুইল এবং কম্বি ব্রেকিং সিস্টেম
4) বিভিন্ন রংয়ের সাথে উপলব্ধ
5) আরামদায়ক আসন সহ প্রিমিয়াম ডিজাইন
Bajaj CT 125 বাইক দামে সস্তা হওয়ার সাথে সাথে একটি শক্তিশালী 125 cc ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিন কম দামে উন্নত পারফরম্যান্স দেয়। যার ফলে বাজাজের বাইকটি বাজারে একটি জনপ্রিয় পছন্দ। তবে শুধু শক্তিশালী নয়, CT 125 বাইকটি প্রতি লিটারে 89 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যা বাইকটিকে দারুণ জ্বালানি সাশ্রয়ী করে তোলে।