TRENDS
Advertisement

55 কিমি মাইলেজ সহ শক্তিশালী বাইক লঞ্চ করল Bajaj, পুজোর মরশুমে কেনার হলে দেখুন ফিচার্স

সম্প্রতি ভারতের বাজারে এসেছে Bajaj Pulsar N250। বাইকটি বিভিন্ন ধরনের আধুনিক বৈশিষ্ট্য এবং নতুন প্রযুক্তির সাথে আসে। যা বাইকটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলেছে। বাইকটির দাম একটি বাজেট-বান্ধব সীমার মধ্যেই…

Published By: Ritwik | Published On:

সম্প্রতি ভারতের বাজারে এসেছে Bajaj Pulsar N250। বাইকটি বিভিন্ন ধরনের আধুনিক বৈশিষ্ট্য এবং নতুন প্রযুক্তির সাথে আসে। যা বাইকটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলেছে। বাইকটির দাম একটি বাজেট-বান্ধব সীমার মধ্যেই আসে যা এটিকে গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
55 কিমি মাইলেজ সহ শক্তিশালী বাইক লঞ্চ করল Bajaj, পুজোর মরশুমে কেনার হলে দেখুন ফিচার্স
Pulsar N250

ভারতের বাজারে প্রতিযোগিতামূলকভাবে Pulsar N250 এর দাম রেখেছে Bajaj। বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। টপ স্পেক ভার্সনের এক্স শোরুম দাম থাকবে 2 লক্ষ টাকা। KTM এর সাথে সংঘাতে দাম N250 কে এগিয়ে রাখে।

চালকের নিরাপত্তার জন্য বাইকে ডিস্ক ব্রেক রয়েছে। এই ব্রেকের সাহায্যে বাইককে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। 249 সিসির ইঞ্জিন 35 কিমি মাইলেজও প্রদান করে। নতুন রঙের সাথে Pulsar N250 আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। 55 কিমির মাইলেজও থাকছে শক্তিশালী বাইকে।

55 কিমি মাইলেজ সহ শক্তিশালী বাইক লঞ্চ করল Bajaj, পুজোর মরশুমে কেনার হলে দেখুন ফিচার্স

Pulsar N250 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। Pulsar N250 এর ওজন 164 কেজি এবং সেখানে বাইকটিতে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ডুয়াল চ্যানেল ABS সহ N250 মোট 24 PS শক্তি উৎপন্ন করে এবং 21 Nm টর্কের সাথে পারফরম্যান্স নিয়ে সন্দেহের অবকাশ নেই। 130 kmph এর টপ স্পিড রয়েছে বাইকে।

About Author