ভারতে স্পোর্টস বাইকের চাহিদা আগের চেয়ে অনেকাংশে বাড়লেও আজও কমিউটার বাইকের চাহিদাই সবচেয়ে বেশি। অধিকাংশ মানুষই পয়সা বাঁচিয়ে চলতে ভালোবাসেন। আর তাই জনগণের কাছে সাশ্রয়ী মূল্যের বাইক অধিক পছন্দ করেন। আর সেই কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি তাদের সস্তার বাইক বের করে। সদ্যই পুনে ভিত্তিক বাজাজ কোম্পানি তাদের নতুন CT 125X নিয়ে এসেছে মার্কেটে।
বাজাজের নতুন CT 125 বাইকটি এর আগে CT সিরিজের সাকসেসর। সস্তা হওয়ার সাথে জ্বালানি খরচেও বেশ সাশ্রয়ী। চলুন দেখে নেওয়া যাক কী কী স্পেসিফিকেশন রয়েছে সেখানে।
1. ইঞ্জিন : এখানে রয়েছে 124.4সিসির 4 স্ট্রোক, এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার।
2. মাইলেজ : বাজাজের তরফে জানানো হয়েছে যে, এই বাইকটি প্রতি লিটারে 59.6 কিমি যেতে পারবে।
3. ব্রেক : সামনে ডিস্ক দেওয়া হলেও পিছনে ড্রাম ব্রেক রয়েছে।
4. ডিজাইন : 11লিটারের ফুয়েল ট্যাংকের সাথে আসা এই গাড়িটির ডিজাইনও বেশ আদর্শ। হালকা ওজনের একদম মিনিমালিস্ট বাইক এই Bajaj CT 125X। ছোট হেডলাইট গ্রিল, কালো অ্যালয়, ইঞ্জিন কেসিং এবং বডি প্যানেল থাকায় গাড়িটির লুক একদম নতুন মাত্রা পেয়েছে যেন।
গাড়িতে রয়েছে পাঁচ স্পিডের গিয়ারবক্স এবং দারুণ আকর্ষণীয় V শেপের LED DRL। যদিও সামনের মূল হেডলাইটে LED নেই। তবে স্মুথ রাইডের জন্য রয়েছে একটি টেলিস্কোপিং ফর্ক এবং দুটি শক অ্যাবজর্ভার সাসপেনশন সিস্টেম। সামনে এবং পিছনে দুই চাকাতেই 130mm এর ড্রাম ব্রেক রয়েছে।
তবে গাড়িটির দামী ভ্যারিয়েন্টে যোগ করা হয়েছে 240mm এর ডিস্ক ব্রেক। 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে 80 এবং 100 সেকশনের টায়ার যাত্রীকে দারুণ অভিজ্ঞতা দেবে। উল্লেখ্য যে, 125CC এর সেগমেন্টে বহুদিন পর বাজাজ এমন দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছে।
দাম কত : বিভিন্ন ভার্সনের দাম অবশ্য বিভিন্ন। CT 125X-এর ড্রাম ব্রেক ভার্সানের দাম শুরু হচ্ছে 72,077 টাকা থেকে। ডিস্ক ভার্সনের ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 75,277 টাকা থেকে। (সমস্ত দাম দিল্লি ভিত্তিক এক্স শোরুমের হিসেবে)। উল্লেখ্য, CT 125X হিরো’র Super Splendor এবং হন্ডা’র Shine এর সাথে জোর টক্কর দেবে।