বাইকের বাজারে প্রতিযোগিতা চলছে বেশ ভালই। কেও কাওকে ছেড়ে কথা বলছেনা। আর বিভিন্ন সেগমেন্টে একাধিক কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে লড়াইতে নামার জন্য। আজ আমরা বাজারের বড় প্রতিযোগী Yamaha R15 এবং Pulsar NS 250 এর মধ্যে তুলনা করতে চলেছি।
R15 এবং Pulsar NS 250, দুটি বাইকই দারুণ গতি এবং স্পোর্টস ডিজাইনের সাথে আসে। বর্তমানে রেসিং থেকে স্পোর্টস ক্যাটেগরির বাইক মানুষের বেশি পছন্দের। আর এই সেগমেন্টে দুই বাইক একে অপরকে কঠিন প্রতিযোগিতা দেবে। যদিও নতুন NS 250 এখনো লঞ্চ হয়নি বাজারে, কিন্তু বাইকটির বহু ফিচারসের ব্যপারে জানা গিয়েছে।
খুব শীঘ্রই বাজারে আসতে পারে নতুন বাজাজ পালসার। সূত্র মারফৎ খবর যে, চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে Bajaj Pulsar NS 250। অফিসিয়াল তথ্য এখনো সামনে আসেনি যদিও। তবে কিছু কিছু ফিচারস জানা গিয়েছে। যেমন, NS 250 তে সামনের দিকে মনোশক সাসপেনশন এবং USD ফর্ক উপস্থিত থাকবে। সাথে কিছু অসাধারণ আধুনিক ফিচারস থাকার সম্ভবনা রয়েছে সেখানে।
বাজাজ পালসার NS 25O তে 17 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল সহ ডুয়াল চ্যানেল ABS এর সাথে বাজারে আসবে। 795mm উচ্চতার সাথে 165mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেবে বাইকটি। যার ফলে Yamaha R15 বেশ বড় প্রতিযোগিতার মুখে পড়বে। দুই বাইকেই প্রিমিয়াম স্পোর্টস লুক থাকছে। আপনাদের জানিয়ে রাখি যে, Pulsar NS 250 বাইকটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।
বাজাজের আসন্ন বাইকে একটি 248.7 CC লিকুইড কুলড ইঞ্জিন থাকবে যা 31PS শক্তি এবং 27Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসবে NS 25O। দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, কিন্তু আশা করা যাচ্ছে যে 1.60 লক্ষ থেকে 1.70 লক্ষের এক্স শোরুম দামের সাথে আসতে পারে গাড়িটি। ফলে R15 এবং Pulsar NS 250 এর মধ্যে লড়াই জমে উঠবে।