TRENDS
Advertisement

Bajaj Dominar 250 Vs Royal Enfield Meteor 350, কোন বাইকটি আপনার জন্য বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

Dominar এবং Meteor, দুই বাইকই সেরা কিন্তু আপনি নেবেন কোনটি দেখে নিন

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে দুটি শক্তিশালী বাইক নির্মাতা সংস্থা Royal Enfield এবং Bajaj। স্বাভাবিক ভাবেই একে অপরের প্রতিযোগী। Royal Enfield এর 350 সিসির সেগমেন্টের সাথে জোর টক্কর চলে Bajaj Dominar এর। এক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী RE Meteor এবং Bajaj Dominar 250। কিন্তু মুখোমুখি প্রতিযোগিতায় কে এগিয়ে দেখে নিন নীচে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Royal Enfield Meteor 350 Bajaj Dominar 250 Vs Royal Enfield Meteor 350, কোন বাইকটি আপনার জন্য বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

এই বাইকে 349 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মোট 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির মোট ওজন 191 কেজি। Royal Enfield Meteor 350 তে 15 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। 42 কিমি মাইলেজের সাথে লম্বা ক্রুজ করতে কোনো সমস্যাই হবেনা এখানে।

Bajaj Dominar 250 Vs Royal Enfield Meteor 350, কোন বাইকটি আপনার জন্য বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিনRoyal Enfield Meteor 350 ক্রুজার বাইকটি তিনটি ভেরিয়েন্ট এবং 13টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। Meteor কিন্তু Hunter এর থেকে বেশ দামী। কারণ হান্টার এর দাম যেখানে 1.5 লক্ষ টাকার আশেপাশে, সেখানে Meteor এর দাম শুরুই হচ্ছে 2.03 লক্ষ টাকা থেকে।

Bajaj Dominar 250 Bajaj Dominar 250 Vs Royal Enfield Meteor 350, কোন বাইকটি আপনার জন্য বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

এই বাইকটির প্রারম্ভিক মূল্য 1.7 লক্ষ টাকা এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে। এই বাইকটিতে 248.8 cc এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনটি প্রতি লিটারে 32 কিমি মাইলেজ দেয়।

Bajaj Dominar 250 Vs Royal Enfield Meteor 350, কোন বাইকটি আপনার জন্য বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে ডমিনারে। বাইকটির মোট ওজন 180 কেজি। দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS রয়েছে গাড়িতে। Dominar 250 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.07 লক্ষ টাকা থেকে।

About Author