TRENDS
Advertisement

KTM কে বড় টক্কর দেবে Aprilia, কত দামে বাজারে লঞ্চ হলো এই নতুন শক্তিশালী বাইক?

Moto GP এর আগে বাজারে লঞ্চ হয়ে গেল নতুন Aprilia RS 457, KTM কে প্রতিযোগিতায় ফেলে দিল ইউরোপিয়ান আরেক বাইক নির্মাতা সংস্থা

Published By: Ritwik | Published On:

2023 সালটা ভারতের বাইক প্রেমীদের কাছে স্মরনীয় হয়ে থাকবে। একইসাথে একাধিক বাইক লঞ্চ হয়েছে ভারতের বাজারে। ধীরে ধীরে বিশ্বের সমস্ত প্রিমিয়াম বাইক হাজির হয়েছে ভারতের বাজারের ভাগ নিতে। আমেরিকান জায়ান্ট Harley Davidson তাদের X440 নিয়ে এসেছে। বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড Triumph এনেছে তাদের Speed 400 এবং Scrambler X। TVS এবং Ronin মিলে নতুন রোডস্টার বাইক লঞ্চ করেছে বাজারে। এসেছে Ducati Panigale এর মতো আইকনিক বাইক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
KTM কে বড় টক্কর দেবে Aprilia, কত দামে বাজারে লঞ্চ হলো এই নতুন শক্তিশালী বাইক?
ducati

এই বাজারের ভাগ ছাড়তে রাজি নয় Aprilia। এতদিন কেবল স্কুটার বিক্রি করতো ইটালিয়ান কোম্পানিটি। কিন্তু এবার বাজার ধরতে নতুন শক্তিশালী বাইক লঞ্চ করেছে তারা। আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল Aprilia RS 457। ইতালির সংস্থা Piaggio অধীন এপ্রিলিয়ার এই বাইক ইতিমধ্যে সাড়া ফেলেছে বাজারে। Aprilia RS 660 এর অনুকরণেই আসছে নতুন RS 457।

KTM কে বড় টক্কর দেবে Aprilia, কত দামে বাজারে লঞ্চ হলো এই নতুন শক্তিশালী বাইক?

আপাতত Aprilia এর শিকার KTM এর বাজার। KTM RC 390 এবং 390 Duke এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে Aprilia RS 457। নতুন ইটালিয়ান বাইকটিতে আপনি স্প্লিট LED হেডল্যাম্প, স্প্লিট সিট, প্যারালাল টুইন সিলিন্ডার সহ একগুচ্ছ আকর্ষণীয় ফিচারস দেখতে পাবেন।

Aprilia RS 457 বাইকে 457 সিসির লিকুইড কুল 4 ভালভ ইঞ্জিন পাবেন। ইঞ্জিনটি সর্বোচ্চ 47hp শক্তি উত্পন্ন করতে পারে। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। Aprilia RS 457 এর ইঞ্জিন বাইকটিকে অন্যান্য বাইকের থেকে বেশ কিছুটা এগিয়ে রাখে। যদিও মোট কত টর্ক তৈরি হয় তা এখনও অজানা থেকে গিয়েছে।

KTM কে বড় টক্কর দেবে Aprilia, কত দামে বাজারে লঞ্চ হলো এই নতুন শক্তিশালী বাইক?

Aprilia RS 457 বাইকে ডুয়াল চ্যানেল ABS, থ্রি লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সাথে একাধিক রাইডিং মোড, LED লাইটিং, TFT স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি সহ একগুচ্ছ ফিচার্সের সাথে আসে বাইকটি। বাইকে থাকছে স্প্লিট সিট, ট্রাই LED হেডল্যাম্প যা বাইকের পুরো ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাজারে Aprilia এর মূখ্য প্রতিযোগিতা KTM RC 390 এর সাথে। KTM এর বাইকটি ছাড়াও Kawasaki Ninja 300, Kawasaki Ninja 400, BMW G 310 R এর মতো বাইকের সাথেও প্রতিযোগীতা চলবে Aprilia RS 457 এর।

About Author