আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসেই আসতে পারে Royal Enfield এর নতুন Off road বাইক Himalayan 450। বাইক প্রেমীদের খুবই প্রিয় ব্র্যান্ড Enfield এর নতুন বাইক নিয়ে বেশ উত্তেজনা শুরু হয়েছে বাজারে। কিন্তু লঞ্চ হওয়ার আগেই গাড়িটির ইঞ্জিন এবং অন্যান্য অনেক স্পেসিফিকেশন লিক হয়ে গেল বাজারে।
আগে থেকেই জানা যাচ্ছিল যে, Himalayan 450 তে 450 সিসির ইঞ্জিন থাকবে। আর নতুন রিপোর্ট জল্পনা কল্পনাকে ঠিক প্রমাণ করেছে। জানা যাচ্ছে নতুন বাইকে 451.65 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিনের কার্যক্ষমতাও দুর্দান্ত। রিপোর্ট অনুযায়ী মোট 39.47 hp শক্তি উৎপাদন করবে Himalayan 450।
বাইকে সাধারণ ভাবেই 6 গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। Royal Enfield এর নতুন বাইকের হুইলবেস মোট 1,510 মিলিমিটার লম্বা। বাইকটির উচ্চতা 1316 mm, দৈর্ঘ্য 2245 mm এবং চওড়ায় 852 mm। পুরনো বাইকের সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এখানে। আগের মতোই ডাউন ফ্রন্ট এবং মনোশক সাসপেনশন দেখা যাবে এখানে।
এছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে, উভয় ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনের চাকায় মোট 21 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির রিয়ার স্পোক হুইল রয়েছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ অল LED লাইটিং রয়েছে এখানে।
মিডিয়া রিপোর্ট জানাচ্ছে, বাজারে এই মোটরবাইকটি Royal Enfield Himalayan/Himalayan 452 নামে লঞ্চ হতে পারে। আগামী 30 অক্টোবর থেকে 1 নভেম্বর এর মধ্যে বাইকটি বাজারে আসতে পারে। সম্ভাব্য দাম থাকবে 2.50 লাখ টাকা। আর এই দামে Himalayan 450 এর মূখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠবে KTM 390 ADV, BMW G 310 GS, Yezdi Adventure এর মত জনপ্রিয় বাইক।