TRENDS
Advertisement

51 কিমি মাইলেজ সহ পাবেন বাম্পার পারফরম্যান্স, কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখুন

Pulsar 125 এ রয়েছে দারুণ পারফর্ম্যান্স, দেখে নিন কেমন ফিচারস থাকবে সেখানে

Published By: Ritwik | Published On:

ভারতে বড় বাজার তৈরি করেছে Bajaj Pulsar। অবশ্য শুধু ভারত নয়, পড়শী বাংলাদেশ এবং নেপাল ভুটানেও দারুণ বিক্রি হয় Pulsar। এক্ষেত্রে অবশ্য Entry রেঞ্জের Pulsar 125 বাইকটি অধিক জনপ্রিয়। দাম, মাইলেজ, ডিজাইন সমস্ত কিছুই রয়েছে এই বাইকে। তাহলে চলুন বাইক সম্পর্কে বিশদে দেখে নেওয়া যাক। 51 কিমি মাইলেজ সহ পাবেন বাম্পার পারফরম্যান্স, কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখুন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন: Pulsar 125 বাইকে আপনি 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। আর এই বাইকের সর্বোচ্চ শক্তি 11.8 PS এবং সেটি 10.8 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সহ বাইকের ARAI মাইলেজ 51.46 কিমি প্রতি লিটার।

ফিচার্স: টিউবলেস টায়ার সহ এই বাইকে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেকের দুর্দান্ত কম্বিনেশন। ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল সমেত সামনে LED এবং পিছনে হ্যালোজেন লাইটিং রয়েছে Pulsar 125 এ। সামনে ডিস্ক ব্রেক সহ সিঙ্গল চ্যানেল ABS পাওয়া যায় এখানে। মোট 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে Pulsar 125 এ।

51 কিমি মাইলেজ সহ পাবেন বাম্পার পারফরম্যান্স, কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখুন

মাত্র 7 সেকেন্ডেই 70 kmph গতিতে পৌঁছে যায়। বাইকটির টপ স্পিড 112 kmph। Pulsar 125 এর এক্স-শোরুম দাম 84,013 টাকা। অন রোড দাম 1 লাখ ছুঁয়ে যাবে। বাইকটির টপ মডেলের এক্স-শোরুম দাম 94,138 টাকা।

About Author