TRENDS
Advertisement

দেরি না করে বাড়ি নিয়ে আসুন 70 কিমি মাইলেজ দেওয়া Hero-র এই ধাসু গাড়ি, কিনলে পয়সা উসুল

নতুন Hero HF 100 নিয়ে আসুন জলের দরে, সস্তায় দুর্দান্ত বাইক লঞ্চ হিরোর

Published By: Ritwik | Published On:

বিক্রীর নিরীখে দেশের শীর্ষ টু হুইলার কোম্পাxনি Hero Motocorp। তাদের বিক্রি হওয়া মোট বাইকের সংখ্যা অন্যান্য কোম্পানিদের চেয়ে বহু এগিয়ে। যদিও এই রেকর্ডের জন্য দায়ী বিভিন্ন কমিউটার বাইক। আপনি নিত্য যাতায়াতে সহজে ব্যবহার করতে পারেন এমন বাইকের সংখ্যাই অধিক। আর এক্ষেত্রে কম বাজেটে একটি ভালো অপশন হলো Hero HF 100। দেরি না করে বাড়ি নিয়ে আসুন 70 কিমি মাইলেজ দেওয়া Hero-র এই ধাসু গাড়ি, কিনলে পয়সা উসুল

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন এবং মাইলেজ : মোটরবাইকে রয়েছে 97 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ 8.02 PS শক্তি এবং 8.05Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে সেখানে থাকছে 4 গতির গিয়ারবক্স। এছাড়া ARAI সার্টিফায়েড 70 kmpl এর মাইলেজ আপনার নিত্যকার যাতায়াত আরো সহজ করে তোলে। দেরি না করে বাড়ি নিয়ে আসুন 70 কিমি মাইলেজ দেওয়া Hero-র এই ধাসু গাড়ি, কিনলে পয়সা উসুল

ফিচারস : বাইকে থাকছে পুরোনো স্টাইলের অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। তবে বাইকে নতুন i3S প্রযুক্তির মোটর রয়েছে যা জ্বালানি ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আবার বাইক কোনোভাবে পড়ে গেলে অথবা হঠাৎ কিছু বিপদ হলে ইঞ্জিন নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সামনে ও পিছনে হ্যালোজেন হেডলাইট এবং টেল লাইট দেওয়া হয়েছে।

দেরি না করে বাড়ি নিয়ে আসুন 70 কিমি মাইলেজ দেওয়া Hero-র এই ধাসু গাড়ি, কিনলে পয়সা উসুল

দাম : এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 59,018 টাকা থেকে। অন রোড দাম পড়বে 70,653 টাকা।

About Author