কাঠফাটা গরমের হাত থেকে বাঁচার জন্য বর্ষা অপরিহার্য বটে, তবে ইলেকট্রিক বাইক এবং স্কুটার মালিকদের জন্য একটি নতুন চ্যালেঞ্জও নিয়ে আসে। বৃষ্টির হাত থেকে নিরাপদ থাকার জন্য অনেকেই এর মধ্যেই সুরক্ষা ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। বর্ষায় বেশি সতর্ক ও সুরক্ষিত থাকতে হবে বাইক চালকদের। এরকমই কিছু টিপস দেওয়া হল নীচে।
ওয়াটার প্রুফ কভার কিনুন : সবচেয়ে সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ব্যবস্থাগুলির মধ্যে একটি হল ওয়াটারপ্রুফ কভার। বিশেষ করে ইলেকট্রিক গাড়ি ও স্কুটারদের জন্য এটি ভীষণভাবে প্রয়োজন।
আপনার যানবাহন পরিষ্কার ও শুকনো রাখুন : বর্ষার মৌসুমে আপনার ই-বাইক বা স্কুটার নিয়মিত পরিষ্কার করা এবং শুকানো করা প্রয়োজন। বৃষ্টিতে বাইক চালাতে গেলে বিভিন্ন অংশে কাদা, ময়লা জমা হতে পারে। তাই সেইসব জায়গায় মরচে না ধরে তার জন্য পরিস্কার রাখা প্রয়োজন।
প্রোটেকশন কোটিং ব্যবহার করুন : মোম বা সিলিকন-ভিত্তিক স্প্রে এর মত প্রোটেকশন কোটিং ব্যবহার করুন। এতে গাড়ি পর্রন্ত জল প্রবেশ করতে পারেনা। স্কুটার বা ই-বাইকের ফ্রেম, বডি ইত্যাদিতে এক্সট্রা কোটিং ব্যবহার করুন।
ব্যাটারি মেইনটেনেন্স করুন : আদ্র জলবায়ু ব্যাটারির কর্মক্ষমতা এবং লাইফটাইম-র উপর প্রভাব ফেলতে পারে। এর জন্য নিয়মিত ব্যাটারি পরীক্ষা করতে হবে। কারণ বর্ষাকালের আদ্র আবহাওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।
নিরাপদ বৈদ্যুতিক সংযোগ : আদ্রতার কারণে ইলেকট্রিক কানেকশন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ নানা ক্ষতি হতে পারে। ব্যাটারি টার্মিনাল, চার্জার পোর্ট এবং তার সহ সমস্ত বৈদ্যুতিক সংযোগগুলি নিয়মিত চেক করুন।
ছাদের নীচে পার্ক করুন : খোলা জায়গায় গাড়ি পার্ক করবেননা। বৈদ্যুতিক বাইক বা স্কুটার একটি আশ্রয় বা আচ্ছাদিত এলাকায় পার্ক করুন যাতে বৃষ্টির সংস্পর্শ কম হয়। আপনার যদি গ্যারেজ বা ঢাকা দেওয়া পার্কিং স্পেস অ্যাক্সেস না থাকে, তাহলে একটি ওয়াটারপ্রুফ ছাউনি বা শেড বানিয়ে নিন।
মেইনটেনেন্স এবং সার্ভিস : গাড়ি হোক বা স্কুটার সেটিকে নিয়মিত মেইনটেনেন্স করুন। কোনও সম্ভাব্য সমস্যা যেমন সংযোগে কোন ত্রুটি বা জলের কারণে হওয়া কোন ক্ষতি শনাক্ত করতে এবং সঠিক উপায় বাতলে দিতে সহায়তা করবে।