TRENDS
Advertisement

সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!

আইফোনের টাকাতেই কেনা যাবে এই 5টি দুর্দান্ত বাইক, দাম এবং ফিচারসও থাকছে সাধ্যের মধ্যেই!

Published By: Ritwik | Published On:

সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max। মোবাইলের পিছনে খরচ না করে কিনতে পারেন এই পাঁচটি বাইক, দেখে নিন তালিকাসদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Royal Enfield Hunter 350 সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!
নতুন এই মোটরসাইকেলে রয়েছে 17 ইঞ্চির বড়অ্যালয় হুইল। কোম্পানি দাবি এই বাইকে মাইলেজ রয়েছে 36.2 kmpl। ইঞ্জিন ক্ষমতাও মন্দ নয়। বাইকে মোট 27 Nm টর্ক উৎপন্ন করে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সমেত বাইকটিতে USB পোর্ট, ট্রিপার পড, 5-স্পীড গিয়ারবক্স সাসপেনশন এবং 17-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। Hunter এর এক্স-শোরুম প্রারম্ভিক মূল্য 1.50 লক্ষ টাকা।

Hero Karizma XMR সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!
এতে পেয়ে যাবেন 210 সিসি সিঙ্গেল লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটি সর্বোচ্চ 25.5 পিএস শক্তি এবং 20.4 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। সামনের এবং পেছনের দুই চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির এক্স-শোরুম রয়েছে 1.73 লাখ টাকা।

Hero Xtreme 200S 4V সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!
8,000 rpm-এ 18.8 bhp শক্তি এবং 6,500 rpm-এ 17.35 Nm পিক টর্ক তৈরি করে৷ গাড়ির নতুন ফিচার দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে যে, আগের তুলনায় অনেকখানি বেশী শক্তির সাথে আসে বাইকটি। 5 স্পিড গিয়ারবক্স আগের থেকে আরও বেশী স্মুথ এবং বেশি শক্তির সাথে আসে। বাইকটির বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে 1.41 লক্ষ টাকায়।

Yamaha R15 সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!
স্পোর্টি ডিজাইনের ওয়ান প্রজেকশন LED পজিশন লাইট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ,ক্লিপ-অন হ্যান্ডেলবার, সম্পূর্ণ ডিজিটাল LCD মিটার কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ইত্যাদির সমর্থন পাবেন আপনি। TFT ইন্সট্রুমেন্ট কনসোলের মাধ্যমে ব্লুটুথ কানেকশনও পেয়ে যাবেন আপনি।155সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। যেটি কিনা 18.4bhp শক্তি এবং 14.2Nm টর্ক জেনারেট করে। গাড়িটির দাম শুরু হচ্ছে 1.82 লক্ষ টাকা (Ex-showroom) থেকে।

Pulsar F250 সদ্যই বাজারে এসেছে নতুন iPhone 15 Pro Max, ফোনের দামে বাড়ি নিয়ে যান এই 7টি দুর্দান্ত বাইক!
Pulsar F250 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। ওজন 164 কেজি এবং 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক মজুদ বাইকে। ডুয়াল চ্যানেল ABS সহ F250 মোট 24.5 PS শক্তি উৎপন্ন করে এবং 21.5 Nm টর্কের সাথে পারফরম্যান্স নিয়ে সন্দেহের অবকাশ নেই।

About Author